উগান্ডাকে গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়
৯ জুন ২০২৪
ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ে শুরুতেই উগান্ডাকে চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি কাজটুকু সেরেছে বোলাররা। আলাদা করে বলতে গেলে আকিল হোসেইন। ডানহাতি এই স্পিনারের ঘূর্ণির সামনে কোনো জবাবই ছিল না প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটির সামনে। গুটিয়ে গেছে টুর্নামেন্টের সর্বনিম্ন দলীয় সংগ্রহে। ১৩৪ রানের বিশাল জয়ে তৃতীয় শিরোপা জয়ের অভিযানে আরও একধাপ এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
গায়ানায় বাংলাদেশ সময় রোববার সকালে হোসেইনের ঘূর্ণি যাদুতে যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। আগে এই তালিকায় একা ছিল নেদারল্যান্ডস। ২০১৪ সালের আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরাও ৩৯ অল-আউট হয়েছিল। আর ওয়েস্ট ইন্ডিজের জয়টি টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি লঙ্কানদের। ২০০৭ সালের আসরে কেনিয়াকে ১৭২ রানে হারায় তারা।
বল হাতে ইনিংস শুরু করা হোসেইন ৪ ওভারের স্পেলে ১১ রান খরচায় শিকার ধরেন ৫টি, যার তিনটি এলবিডাব্লিউ ও দুটি বোল্ড। উগান্ডার ইনিংসের স্থায়ীত্ব ছিল ১২ ওভার। সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন জুমা মিয়াজি। এছাড়া আর কোনো ব্যাটারই দেখেননি দুই অঙ্কের ছোঁয়া। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনজন।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে নেমে প্রথম ৫ ওভারেই সাজঘরে ফেরেন উগান্ডার ৫ ব্যাটার। সপ্তম ওভারে জোড়া আঘাত হেনে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন হোসেইন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। কিংকে হারিয়ে পাওয়ারপ্লে থেকে আসে ৫৪ রান। তবে এরপরই স্বাগতিকদের রানের গতি কিছুটা কমিয়ে আনেন উগান্ডার বোলাররা।
নিকোলাস পুরান ৩ ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার চেষ্টা করলেও থামেন ব্যক্তিগত ২২ রানে। দারুণ শুরু করা চার্লসের ইনিংস থামে ৪২ বলে ৪৪ রান করে। অধিনায়ক রোভম্যান পাওয়েল (২৩) ও শারফেইন রাদারফোর্ড (২২) ঝড় তোলার আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষদিকে আন্দ্রে রাসেলের ১৭ বলে ৩০ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১১তম ওভারে শতরান পূর্ণ করা ক্যারিবিয়ানদের ইনিংস থামে ৫ উইকেটে ১৭৩ রানে।
বিশাল জয়ে ‘সি’ গ্রুপ থেকে আফগানিস্তানের সঙ্গে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]
মন্তব্য করুন: