উগান্ডাকে ৩৯ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজের যত রেকর্ড
৯ জুন ২০২৪
ব্যাট হতে ১৭৩ রানের বেশ বড় সংগ্রহই গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা কঠিন হলেও গত ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া উগান্ডা হয়তো লড়াই করার আশাতেই ছিল। কিন্তু এক আকিল হোসেইনের ঘূর্ণিতে মাত্র ৩৯ রানেই গুটিয়ে গেছে আফ্রিকার দেশটি। ফলে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটি যেমন গড়েছে বিব্রতকর এক রেকর্ড, তেমনি রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করেছে ক্যারিবিয়ানরাও।
গায়ানায় বাংলাদেশ সময় রোববার সকালে টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহে অল-আউট হয় উগান্ডা। তাদের সঙ্গে যৌথভাবে এই তালিকার শীর্ষে আছে নেদারল্যান্ডস। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরাও অল-আউট হয় ৩৯ রানে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও এটি উগান্ডার সর্বনিম্ন স্কোর। চলতি টুর্নামেন্টেই গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে গুটিয়ে যায় তারা।
এদিন টি-টুয়েন্টির বিশ্ব আসরে প্রথমবার কোনো দলকে এত অল্প রানে অল-আউট করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১০ সালের আসরে ৬৮ রানে আয়ারল্যান্ডের ইনিংস শেষ করে ক্যারিবিয়ানরা।
জয়ের দিক দিয়েও রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডাকে ১৩৪ রানে হারানোর আগে টি-টুয়েন্টিতে কখনোই একশ রানের বেশি ব্যবধানে জিততে পারেনি তারা। এর আগের সবচেয়ে বড় জয়টি ছিল ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে।
এছাড়াও ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে জয়ের দিক দিয়ে এটির অবস্থান দুই নম্বরে। ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় পায় শ্রীলঙ্কা। ওই ম্যাচে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ৬ উইকেটে ২৬০ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।
উগান্ডাকে গুঁড়িয়ে দেওয়া হোসেইন ১১ রান দিয়ে নেন ৫ উইকেট, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে দলটির প্রথম কোনো বোলারের ৫ উইকেট। আগের সেরা বোলিং ফিগারটি ছিল স্যামুয়েল বাদ্রির। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন এই স্পিনার। শুধু তাই নয়, এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্যারিবিয়ানদের স্পিনার হিসেবে ৫ উইকেট নেন হোসেইন।
ক্যারিবিয়ান বোলিং তোপে উগান্ডার আউট হওয়া ১০ ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন জুমা মিয়াজি। টি-টুয়েন্টির বিশ্ব আসরে এর আগে এমন ঘটনা দেখা গেছে কেবল একবার। ২০০৯ সালের আসরের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০ জন ব্যাটারই সাজঘরে ফেরেন ১০ রানের আগে। ৬৩ রান করে অপরাজিত ছিলেন ওপেনার ক্রিস গেইল।
ম্যাচে উগান্ডার আট ব্যাটারকে এলবিডাব্লিউ কিংবা বোল্ড করেন ক্যারিবিয়ান বোলাররা। টি-টুয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে ফিল্ডারের সহায়তা ছাড়া এর চেয়ে বেশি আউটের ঘটনা আছে কেবল একটি। ২০২১ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের ৯ ব্যাটার এলবিডাব্লিউ বা বোল্ড হন।
মন্তব্য করুন: