লিটনের ব্যাটিং উপভোগ করেননি তামিম
৯ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর জুটি গড়েন লিটন দাস আর তাওহীদ হৃদয়। একপ্রান্তে আক্রমণাত্বক হৃদয় ২০ বলে করেন ৪০ রান। অন্যপ্রান্তে লিটন খেলেন ৩৮ বলে ৩৬ রানের ইনিংস। ১২৫ রান করতে বাংলাদেশ খেলেছে ১৯ ওভার, হারিয়েছে ৮ উইকেট। রান তাড়ার এই কৌশলটা ঠিক পছন্দ হয়নি তামিম ইকবালের। বিশেষ করে পছন্দ হয়নি লিটনের ব্যাটিংয়ের ধরন।
দীর্ঘদিন ধরেই লিটন রানখরায় ভুগছেন। তার ওপর শনিবারের ম্যাচে শুরুতেই ফিরে যান সৌম্য সরকার আর তানজিদ হাসান। তিন নম্বরে নেমে লিটন উইকেটে টিকে থাকায় মনোযোগী ছিলেন। ডালাসের উইকেট আর বাংলাদেশের ব্যাটিং ধস বিবেচনায় লিটনের ইনিংসটিকে অনেক ক্রিকেট বিশ্লেষকই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং বলছেন। তবে সেটা মনে ধরেনি টি-টুয়েন্টি থেকে অবসরে যাওয়া তামিমের।
ইএসপিএন ক্রিকইনফোতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তামিম বলেছেন, “বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে, সেটা আমি উপভোগ করিনি। উইকেটের বিষয়ে কথা বলছি না। টি-টোয়েন্টিতে ১২০-১২৫ রান খুবই জটিল একটা স্কোর। এই রান তাড়া করার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে শীর্ষ তিন থেকে কারও দ্রুত রান তোলার চেষ্টা করা। প্রথম ৬ ওভারে দ্রুত রান তুলতে পারলে এটি সহজ হয়ে যায়। তাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান রেটের চাপে পড়বে না।”
এরপরই লিটনের সমালোচনা আর হৃদয়ের প্রশংসা করেন তামিম, “আমাদের সুযোগ ছিল আক্রমণাত্মক হওয়ার। হ্যাঁ, শুরুতে আমাদের এক-দুইটা উইকেট পড়েছে, এরপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। ও খুবই নিরাপদে খেলেছে, এটা আমি উপভোগ করিনি। শুধু একজন ব্যাটসম্যানের কথা বলছি না, পুরো দলের কথা বলছি। তবে হৃদয়কে বড় কৃতিত্ব দিতে হবে। ২০ বলে ৪০ রান করে হৃদয়ই জয়ের পরিস্থিতি তৈরি করেছে।”
মন্তব্য করুন: