ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফিট ইমাদ

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফিট ইমাদ

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। কিন্তু চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠের বাইরে থাকতে হয়েছিল এই অল-রাউন্ডারকে। শঙ্কা ছিল ভারতের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস টেস্টে পাশ করে খেলার ছাড়পত্র পেয়েছেন ইমাদ।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইমাদের খেলার বিষয়টি নিশ্চিত করেন দলের হেড কোচ গ্যারি কারস্টেন।

গত ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না ইমাদ। সে সময় এক বিবৃতিতে পিসিবি জানায়, পাঁজরের চোটের শঙ্কায় সতর্কতার অংশ হিসেবে এই অল-রাউন্ডারকে খেলানো হয়নি। বিশ্বকাপ শুরু হলেও সেই চোট কাটিয়ে না ওঠায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও ছিলেন না তিনি।

ইমাদ না থাকায় দলের ভারসাম্য বজায় রাখতে বেশ হিমশিম খেতে হয় পাকিস্তানকে। এক প্রকার বাধ্য হয়েই ছন্দে না থাকা আজম খানকে নিয়ে যুক্তরাষ্ট্র ম্যাচের একদাশ সাজাতে হয় টিম ম্যানেজমেন্টকে। সেই ম্যাচে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে শূন্য রানে আজম আউট হয়েছেন চারবার। ফলে এই উইকেটরক্ষক-ব্যাটারের জায়গায় একাদশে আসতে পারেন ইমাদ।

এছাড়া পাকিস্তান একাদশে কোনো পরিবর্তনের জন্য নিউ ইয়র্কের আবহাওয়াকে বিবেচনায় নিতে পারে টিম ম্যানেজমেন্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকার কথা বলা হচ্ছে। সে হিসেবে ভারতের বিপক্ষেও চার পেসার – শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফকে নিয়ে খেলতে পারে পাকিস্তান। এক্ষেত্রে শাদাব খানের সঙ্গে স্পিনের দায়িত্ব সামলাবেন ইমাদ।

মন্তব্য করুন: