কোহলির ওপর অগাধ আস্থা রোহিতের
৯ জুন ২০২৪
আইপিএলের সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। অবশ্য টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরুটা তার ভালো হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে আউট হয়ে যান স্রেফ ১ রান করে। তবে পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, কোহলির ওপর তার অগাধ আস্থা।
নিউ ইয়র্কে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত-পাকিস্তান লড়াই। এর আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, “কোহলি বাংলাদেশের বিপক্ষে (প্রস্তুতি ম্যাচে) খেলেনি। তবে এই ম্যাচের আগে সে যথেষ্ট অনুশীলন করেছে…সে যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে, সারা বিশ্বে খেলেছে, বড় টুর্নামেন্টে খেলেছে, কোনো কিছুই এর সমকক্ষ হতে পারবে না।”
তবে পাকিস্তানের বিপক্ষে এক-দুজন নয়, বরং দলের সবাইকে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার আহ্বান জানিয়েছেন রোহিত, “ম্যাচ জেতার জন্য আমি একজন বা দুজনের ওপর নির্ভর করতে চাই না। আমার মনে হয়, আমাদের ১১ জনেরই অবদান রাখতে হবে। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যারা আমাদের জন্য মূল ভূমিকা পালন করবে। কিন্তু আমি মনে করি, প্রত্যেকেরই যেভাবে সম্ভব তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।”
মন্তব্য করুন: