ভারত-পাকিস্তানের সমান সম্ভাবনা দেখছেন ওয়াকার

ভারত-পাকিস্তানের সমান সম্ভাবনা দেখছেন ওয়াকার

টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এর মাঝে পাকিস্তান জিতেছে মাত্র একবার, ২০২১ বিশ্বকাপে। যে কোনো ফরম্যাট মিলিয়েই বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় ওই একটিই। চলতি বিশ্বকাপে এই আলোচিত দ্বৈরথে কারা হাসবে শেষ হাসি?

যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। তাই সুপার এইটে যেতে ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ। রোববার নিউ ইয়র্কে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আগে পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াকার ইউনিস জানালেন, তার হৃদয় পাকিস্তানের কথা বললেও দুই দলের সমান সম্ভাবনা দেখছেন তিনি।

স্টার স্পোর্টসে আলাপচারিতায় ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ওয়াকার ইউনিস বলেন, “আমার হৃদয় বলছে পাকিস্তান, কিন্তু  এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিউ ইয়র্কের পিচ যেমন দেখেছি, এটা ফাস্ট বোলারদের জন্য। তাই শুধু নিউ ইয়র্কের পিচের জন্যই আমি দুই দলের সমান সম্ভাবনা দেখছি।”

অনুষ্ঠানে উপস্থিত আরেক পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অবশ্য ভারতকেই এগিয়ে রাখলেন, “আমরা যদি ভারতের ফর্মের দিকে তাকাই, তাহলে ভারতই ভালো দল। আর ভালো দল বলেই তারা ফেবারিট হিসেবে ম্যাচটি খেলতে নামবে। আমি ভারতকে ৬০ শতাংশ দেব, পাকিস্তানকে ৪০ শতাংশ। কিন্তু এটা টি-টুয়েন্টি ক্রিকেট। একটি ভালো ইনিংস, একটি ভালো স্পেল দ্রুতই খেলা বদলে দিতে পারে। আমি মনে করি, টুর্নামেন্টের সেরা এই ম্যাচটির জন্য সবাই উন্মুখ হয়ে আছে।”

মন্তব্য করুন: