বাবর কোহলির জুতার সমান নয়: দানিশ কানেরিয়া
৯ জুন ২০২৪
বিরাট কোহলির সঙ্গে প্রায়ই পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের তুলনা করা হয়ে থাকে। অনেকেই বাবরকে ভারতীয় ব্যাটিং কিংয়ের সমমানের বলেও মন্তব্য করে থাকেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাবরকে নিয়ে এমন এক মন্তব্য করলেন দানিশ কানেরিয়া, যা শুনে পাকিস্তান সমর্থকদের চটে যাওয়া স্বাভাবিক।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়ের পেছনে বাবরকে দায়ী করে কানেরিয়া বলেন. “যুক্তরাষ্ট্রের বোলাররা ওকে (বাবরকে) আটকে রেখেছিল, খেলতে পারছিল না। ৪০-এর মতো রান করার পরপরই আউট হয়ে গেল। অথচ ওর টিকে থাকা দরকার ছিল। ম্যাচটা পাকিস্তানের সহজভাবেই জেতা উচিত ছিল।”
IANS Exclusive
— IANS (@ians_india) June 9, 2024
"Pakistan cricket team is a joke, not serious about T20 World Cup, just holidaying in US with family, Babar Azam stands nowhere near Virat Kohli...Virat k jute k barabar bhi nahi hai," former Pakistan spinner Danish Kaneria told IANS ahead of India-Pakistan… pic.twitter.com/Wi5eS0TKqQ
কোহলির সঙ্গে বাবরের তুলনা প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেন, “লোকে শুধু বাবর আজম, বাবর আজম করে! একদিন বাবর একটা সেঞ্চুরি করলেই পরদিন ওর সঙ্গে বিরাট কোহলির তুলনা শুরু হয়ে যায়! আরে সে তো কোহলির জুতার সমান নয়! জুতার সমান নয়।”
ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া কানেরিয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে বলেন, “ভারত খুব বাজেভাবে হারাবে (পাকিস্তানকে)। ভারতকে হারানোর সামর্থ্য পাকিস্তানের নেই। পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে যায়, বলতে থাকে যে বোলিং শক্তি ভালো। বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই কিন্তু প্রথম ম্যাচটা তারা হেরে গেছে।”
মন্তব্য করুন: