একুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন?

একুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন?

আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে একুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় হতে যাওয়া ম্যাচটি ঘিরে বড় প্রশ্ন- লিওনেল মেসি কি খেলবেন? ইন্টার মিয়ামিতে খেলার সময় চোটে পড়েছেন মেসি। এমতাবস্থায় কোচ লিওনেল স্কালোনিই বা কী ভাবছেন?

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এ বিষয়ে বলেন, “দর্শক মেসির খেলা দেখতে পাবে। সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে। কাকে কত মিনিট সময় দেওয়া যায়, সেটা নিয়ে আমরা সতর্কতার সঙ্গে ভাবছি। আমি জানি না সে পুরো ম্যাচ খেলবে, ৩০ মিনিট খেলবে, নাকি ৬০ মিনিট খেলবে? কিন্তু দর্শকরা তার খেলা দেখতে পাবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”

আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তাদের বাকি দুই ম্যাচ চিলি এবং পেরুর বিপক্ষে যথাক্রমে ২৬ এবং ৩০ জুন। তার আগে একুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে স্কালোনির মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করা এবং দলের সমন্বয় ঝালিয়ে নেওয়া। আর্জেন্টিনার পরবর্তী প্রস্তুতি ম্যাচ ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে।

মন্তব্য করুন: