পাকিস্তানের পেস আক্রমণে নাজেহাল ভারত
৯ জুন ২০২৪
মেঘলা আকাশ, বৃষ্টির হানা আর নাসাউয়ের উইকেটের সহায়তায় বল হাতে জ্বলে উঠলেন পাকিস্তানের পেস চতুষ্টয়। তাদের ক্ষুরধার পেস আক্রমণের সামনে নতজানু হলো ভারত। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। দুই অংকে যেতে পারেননি শেষ ৭ ব্যাটার। ফলে ১৯ ওভারে ভারত থামল মাত্র ১১৯ রানে।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বৃষ্টির কারণে ৫০ মিনিট দেরিতে শুরু হয় ভারত–পাকিস্তান ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে বারত ৮ রান তুলতেই ফের বৃষ্টি। প্রায় ত্রিশ মিনিট পর ফের খেলা মাঠে গড়ায়। নাসিম শাহর প্রথম বলে দারুণ কভার ড্রাইভে চার মারা কোহলি তৃতীয় বলেই ক্যাচ দিয়ে ফিরেন ৪ রানেই। পরের ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে (১৩) হারিস রউফের তালুবন্দি করেন শাহিন আফ্রিদি।
দুই ওপেনার হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। তৃতীয় উইকেটে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল আর রিশাভ পান্ত। ১৮ বলে ২০ রান করা অক্ষর প্যাটেল নাসিম শাহর বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত উইকেট পড়তে থাকে। রিশাভ পান্ত ৩১ বলে ৬ চারে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন। পরের উইকেটে পান্ত আর সূর্যকুমার যাদব ২২ বলে ৩১ রানের ছোট্ট জুটি গড়েন। কিন্তু হারিস রউফ আর নাসিম শাহ ধসিয়ে দেন পাকিস্তানের মিডল অর্ডার।
সূর্যকুমার যাদব ৭, শিবম দুবে ৩ আর রবীন্দ্র জাদেজা ‘গোল্ডেন ডাক’ মারেন। ৮৯ থেকে ৯৬ – এই ৭ রানের মাঝে চার উইকেট হারায় ভারত, যার তিনটি আবার ৯৫ থেকে ৯৬ রানের মধ্যে! এরপর হার্দিক পান্ডিয়া (৭) আর আর্শদীপ সিং মিলে (৯) ১৬তম ওভারে ভারতের স্কোর তিন অংকে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে অল-আউট হয় ভারত। তাদের শেষ ৭ ব্যাটারের কেউ দুই অংক ছুঁতে পারেননি। ২১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ আমির। আরেক পেসার হারিস রউফও ২১ রানে ৩ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আমির ২টি আর শাহিন আফ্রিদি ১টি উইকেট নেন।
মন্তব্য করুন: