হারের জন্য বেশি ডট বল খেলাকে দায়ী করলেন বাবর

হারের জন্য বেশি ডট বল খেলাকে দায়ী করলেন বাবর

বিশ্বকাপের মঞ্চে আরও একবার ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। নিউ ইয়র্কে রোমাঞ্চকর লড়াইয়ে ভারত জয় পেয়েছে ৬ রানে। ১২০ রানের টার্গেট তাড়ায় নেমে একসময় ২ উইকেটে ৭২ রান তুলে ফেলে পাকিস্তান। এরপর অদ্ভুত ব্যাটিং ধস আর ধীরগতির ব্যাটিংয়ে তারা হেরে যায়। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে খুব বেশি ডট বল খেলাকেই দায়ী করলেন বাবর আজম।

“আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিংয়ে আমরা একের পর এক উইকেট হারিয়েছি এবং অনেক বেশি ডট বল খেলেছি। কৌশলটা একদম সরলই ছিল- স্বাভাবিক ব্যাটিং, স্ট্রাইক রোটেট করা আর মাঝেমধ্যে বাউন্ডারি। কিন্তু ওই সময় আমরা অনেক ডট বল খেলেছি। আর (শেষ মুহূর্তে) টেইলএন্ডারদের কাছ থেকে তো খুব বেশি আশা করা যায় না।”

পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান খেলেছেন ৪৪ বলে ৩১ রানের ধীরগতির ইনিংস। বাবর নিজেও ১০ বলে ১৩ রান করে আউট হয়েছেন। পাওয়ারপ্লেতে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৩৫ রান। এটাকেও ম্যাচ হারের অন্যতম কারণ মনে করেন বাবর।

“আমরা চেয়েছিলাম প্রথম ছয় ওভারে ব্যাটিংটা কাজে লাগাতে। কিন্তু এক উইকেট হারিয়ে সেই পর্বে আমরা যথেষ্ট ভালো খেলিনি। পিচ ভালোই ছিল। বল ভালোভাবে ব্যাটে আসছিল। সেইসঙ্গে ছিল বাড়তি বাউন্স আর বল কিছুটা কিছুটা ধীরে আসছিল।”

টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া পাকিস্তানের শেষ দুই ম্যাচ আয়ারল্যান্ড আর কানাডার বিপক্ষে। এই দুই ম্যাচ জিতলেও তাদের সুপার এইট নিশ্চিত হবে না। ভারতের জয় আর যুক্তরাষ্ট্রের হার কামনা করতে হবে। তবু আত্মবিশ্বাস ফিরে পেতে ওই দুটি ম্যাচ এখন জিততে চান পাকিস্তান অধিনায়ক।

“শেষ দুটি ম্যাচে আমাদের জিততে হবে। আমরা আমাদের ভুলগুলো নিয়ে বসে আলোচনা করবো, কিন্তু শেষ দুই ম্যাচে ভালো করতে মুখিয়ে আছি।”

মন্তব্য করুন: