‘টিভি ভাঙার আওয়াজ আসছে’- ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দিল্লি পুলিশের রসিকতা

‘টিভি ভাঙার আওয়াজ আসছে’- ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দিল্লি পুলিশের রসিকতা

ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ শুধুই একটা খেলা নয়। এ উপলক্ষ্যে দুই দেশের সমর্থকদের মাঝে যেন যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। হেরে যাওয়া দলের সমর্থকেরা রাগের চোটে নানারকম কাণ্ড করে থাকেন। ক্রিকেটারদের কুশপুত্তলিকা দাহ করা কিংবা টেলিভিশন ভাঙা খুবই সাধারণ ঘটনা। এবার তেমনই এক বিষয় নিয়ে রসিকতা করল নয়া দিল্লির পুলিশ।

নিউ ইয়র্কে টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গত সোমবার রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত। এরপর নানা ব্যঙ্গ-বিদ্রূপ চলছে বাবর আজমদের নিয়ে। নয়া দিল্লির পুলিশও বাদ যায়নি। নিউ ইয়র্ক পুলিশকে ট্যাগ করে ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তারা লিখেছে, “আমরা দুটি শব্দ শুনতে পাচ্ছি। একটা হলো ‘ইন্ডিয়া’ ‘ইন্ডিয়া’…  অন্যটি সম্ভবত টেলিভিশন ভাঙার আওয়াজ। আপনারা কি একটু খোঁজ নিয়ে জানাতে পারবেন?”

লক মিম তৈরি করে ভারতের পুলিশ। এবার রীতিমতো ট্রোল করল পাকিস্তানকে নিয়ে। ভারতের কাছে এই পরাজয়ে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার আশা বলতে গেলে শেষ হয়ে গেছে। অংকের হিসেবে যেটুকু আশা বেঁচে আছে, সেটাও পুরোপুরি পাকিস্তানের হাতে নেই। সুপার এইটে যেতে পাকিস্তানকে শেষ দুই ম্যাচ জয়ের পাশাপাশি ভারতের জয় এবং যুক্তরাষ্ট্রের পরাজয় কামনা করতে হবে।

মন্তব্য করুন: