কোচ নয়, পুরো দলকেই পালটাতে বললেন ওয়াসিম আকরাম
১০ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে বেশ আঁটসাঁট বেধেই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল পাকিস্তান। তবে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় বাবর আজমের দল। ভারতের বিপক্ষে জয়ের দারুণ অবস্থানে থেকেও হারতে হয়েছে ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররাও। এমন অবস্থায় ওয়াসিম আকরামের মতে, এবারের ভরাডুবির পর কোচকে না সরিয়ে পুরো দলকে পরিবর্তন করা উচিত।
রোববার নিউ ইয়র্কে ভারতকে ১১৯ রানে অল-আউট করেও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ব্যাটারদের চরম ব্যর্থতায় তাদের ইনিংস থামে ১১৩ রানে। ৬ রানে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় তারা।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুাবির পর পুরো কোচিং প্যানেলকে ছাঁটাই করে পিসিবি। অস্থায়ী কোচ দিয়ে পরের সময়টুকু কাজ চালানোর পর এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সাদা বলের দলের জন্য গ্যারি কারস্টেনকে কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। তবে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি কোচের অধীনেও ভাগ্য ফেরেনি পাকিস্তানের। এখন পর্যন্ত জিততে পারেনি একটি ম্যাচেও। ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারের পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে।
ভারতের কাছে হতাশাজনকভাবে হারের পর দলের ক্রিকেটারদের খেলার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আকরাম। ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এই কিংবদন্তি পেসার বলেন, “এই দলের প্রায় সকলে কম-বেশি ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। আমার পক্ষে এদের কিছু শেখানো সম্ভব নয়। রিজওয়ানের খেলাটা নিয়ে কোনও জ্ঞানই নেই। তার এটুকু বোঝা উচিত ছিল যে উইকেট নেওয়ার জন্যই বুমরাহর হাতে বলটা দেওয়া হয়েছিল। বুদ্ধিমানের কাজ হতো তার বলগুলো সাবধানে খেলার। কিন্তু রিজওয়ান তা না করে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারাল।”
জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার পরেও ফখর জামান ও ইফতিখার আহমেদের কোনো উন্নতি দেখেন না আকরাম। বছরের পর বছর বাজে পারফরম্যান্সের পরেও খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করে না বলেও মত দেন তিনি। তাই এবার সময় এসেছে খেলোয়াড়দের বদলানোর, কোচদের নয়।
“ইফতিখার শুধু লেগ সাইডে কেবল একটা শটই পারে। সে দলের সঙ্গে এত বছর ধরে আছে তবুও এখনও জানে না কীভাবে ব্যাট করতে হয়। আমি গিয়ে ফখরকে ম্যাচের অবস্থা বোঝার জ্ঞান দিতে পারি না। পাকিস্তানি খেলোয়াড়রা মনে করে, তারা যদি পারফর্ম না করে তাহলে কোচকে ছাঁটাই করা হবে। তাদের কিছুই হবে না। এখন সময় এসেছে কোচদের রেখে দিয়ে পুরো দলকে বদলানোর।”
মন্তব্য করুন: