পাকিস্তান দলে কোন্দল দেখছেন আফ্রিদি-আকরাম
১০ জুন ২০২৪
টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হার দিয়ে আসর শুরু করা বাবর আজমের দল ভারতের বিপক্ষে ১২০ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। তবে এমন সময় দলের মধ্যকার ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ঠিক নেই বলে দাবি করেছেন শহিদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম।
পাকিস্তানের এই দুই সাবেক অধিনায়কের মতে, বর্তমানে পাকিস্তান দলের ড্রেসিংরুমের পরিস্থিতি খুব একটা ভালো নেই। মূলত বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির মধ্যকার বাজে সম্পর্কের কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন তারা।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টি-টুয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শাহিনকে। কিন্তু এক সিরিজ পরেই বাঁহাতি এই পেসারকে সরিয়ে আবারও বাবরকে টি-টুয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক বানায় পিসিবি। তখন থেকেই এই দুই ক্রিকেটারের দ্বন্দ্বের গুঞ্জন শুরু হয়।
টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দু’টি ম্যাচে হারের কারণ হিসেবে বাবরের নেতৃত্বকেই দায়ী করছেন আফ্রিদি। ভারত ম্যাচ শেষে পাকিস্তানের এক টিভি চ্যানেলে এই সাবেক অধিনায়ক বিশ্বকাপ শেষে দলের অন্তর্কোন্দল বিষয়ে মুখ খোলার হুমকিও দেন।
“এক জন অধিনায়ক দলের সকলকে এক সূত্রে বাঁধতে পারে। হয় সে দলের পরিবেশ নষ্ট করবে অথবা টিমকে তৈরি করবে। বিশ্বকাপ শেষ হোক এরপর আমি খোলাখুলি ভাবেই কথা বলব।”
শাহিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তুলে ধরে আফ্রিদি জানান, তার এই সব কথা পক্ষপাতিত্ব মনে হতে পারে। তবে এরকম কিছু নেই দাবি করে এক সময় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার বলেন, “শাহিনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওর সম্পর্কে কিছু বললেই সকলে বলে আমি নিজের জামাইয়ের পক্ষ নিয়ে কথা বলছি। আমার মনে হয়, পাকিস্তানের ড্রেসিংরুমের পরিবেশ ঠিক নেই।”
অন্যদিকে ভারত ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে আকরামের কণ্ঠেও ঝরে দলের মধ্যকার দ্বন্দ্বের কথা। তার মতে, অধিনায়ক পরিবর্তনের ঘটনার পর থেকে বাবর ও শাহিন একে অপরের সঙ্গে কথা বলেন না।
“দলে এমনও খেলোয়াড় আছে যারা একে অপরের সঙ্গে কথা বলতে চায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। তোমরা তোমাদের দেশের জন্য খেলছ। এইসব খেলোয়াড়কে বাড়িতে বসিয়ে রাখা উচিত।”
মন্তব্য করুন: