দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে সৌম্যর বদলে জাকের
১০ জুন ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে এসেছেন জাকের আলী অনিক।
সোমবার বাংলাদেশ সময় রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য বাংলাদেশ অধিনায়কেরও চাওয়া ছিল শ্রীলঙ্কা ম্যাচের মতো আগে বল করার।
লঙ্কানদের বিপক্ষে লক্ষ্য তাড়ায় কোনো রান না করেই দুই বল খেলে সাজঘরে ফেরেন সৌম্য। বাঁহাতি এই ব্যাটার বাদ পড়ায় আবারও ওপেনিংয়ে ফিরছেন লিটন দাস। গত ম্যাচে ওয়ান ডাউনে নেমে ৩৮ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার।
আগের ম্যাচের মতো এদিনও দলের পেস আক্রমণের দায়িত্বে সামলাবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিনের দায়িত্বে সাকিব আল হাসানের সঙ্গে আছেন গত ম্যাচে সাফল্য পাওয়া রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসাস তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাসজিম হাসান সাকিব।
মন্তব্য করুন: