তানজিম-তাসকিন নৈপুণ্যে বাংলাদেশের লক্ষ্য ১১৪
১০ জুন ২০২৪
তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের তোপে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের জুটিতে শুরুর চাপ কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগুচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ দিকে বোলারদের নৈপুণ্যে ৬ উইকেটে ১১৩ রানেই থেমেছে প্রোটিয়াদের ইনিংস।
সোমবার নিউ ইয়র্কে টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তানজিম। প্রথম ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকিয়ে উড়ন্ত সূচনার ইঙ্গিত দেন কুইন্টন ডি কক। কিন্তু ওভারের শেষ বলে কোনে রান না করা রিজা হেন্ড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম। নিজের দ্বিতীয় ওভারে ভয়ংকর হয়ে ওঠার আগেই ১৮ রান করা ডি ককের স্ট্যাম্প ভাঙেন তরুণ এই পেসার।
চতুর্থ ওভারে তাসকিনের গতির কাছে পরাস্ত হন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে তার স্ট্যাম্প ভাঙেন তাসকিন। পরের ওভারে আবারও আঘাত হানেন তানজিম। কভারে সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে ফেরান ট্রিস্টান স্টাবসকে। পাওয়ারপ্লেতে ২৫ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়াদের হাল ধরেন ক্লাসেন ও মিলার।
টাইগার বোলারদের চাপ সামলে পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত পায়। ১৮তম ওভারে ৪৬ রান করা ক্লাসেনকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাসকিন। তবে দশম ওভারের প্রথম বলে উইকেটের পেছনে লিটন দাস মিলারের ক্যাচ ধরতে পারলে আরও আগেই শেষ হতে পারত এই জুটি। কিন্তু ১৯তম ওভারে ২৯ রান করা মিলারকে বোল্ড করে প্রোটিয়াদের বড় সংগ্রহের পথ বন্ধ করে দেন রিশাদ।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে তানজিম নেন ১৮ রানে ৩ উইকেট। তাসকিনের শিকার ১৯ রানে ২টি।
মন্তব্য করুন: