যে নিয়মের কারণে বাংলাদেশের ৪ রানের আক্ষেপ

যে নিয়মের কারণে বাংলাদেশের ৪ রানের আক্ষেপ

বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকা ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি দেশের ক্রিকেপ্রেমীদের আলোচনা ও আক্ষেপের বিষয় আম্পায়ারের একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়েছে ম্যাচের ফল নির্ধারণেও। মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বল বাউন্ডারি স্পর্শ করলেও চার রান দেওয়া হয়নি। বাংলাদেশ ম্যাচটিতে হারেও ৪ রানে। অনেকের মনে প্রশ্ন, ঠিক কী কারণে বাংলাদেশকে সেই ৪ রান দেওয়া হলো না?

সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারে এই ঘটনা ঘটে। ওটনিল বার্টমানের ওভারের দ্বিতীয় বলটি মাহমুদউল্লাহর প্যাডে লেগে বাউন্ডারি স্পর্শ করে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এলবিডব্লিউর আবেদন করলে তাতে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন মাহমুদউল্লাহ। রিভিউতে দেখা যায়, বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে যেত। ফলে আম্পায়ারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। তবে আম্পায়ার সিদ্ধান্ত বদলালেও লেগ বাইয়ে সেই ৪ রান আর পায়নি বাংলাদেশ।

নাজমুল হোসের শান্তর দলের এই ৪ রান না পাওয়ার পেছনে আছে আইসিসির আলোচিত একটি নিয়ম। মাঠের আম্পায়ার ব্যাটারকে এলবিডব্লিউ আউট দেওয়ার পর রিভিউতে থার্ড আম্পায়ার সে সিদ্ধান্ত বাতিল করলে ওই বলে কোনো অতিরিক্ত রান (লেগ বাই বা বাই) দেওয়া হয় না। কারণ আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেই বল ডেড হয়ে যায়। তাই এলবিডব্লিউর সিদ্ধান্ত পাল্টালেও লেগ বাই হিসেবে ৪ রান পায়নি বাংলাদেশ।

বাংলাদেশের আক্ষেপের জায়গাটা হলো, আম্পায়ার আউট না দিলে দক্ষিণ আফ্রিকা রিভিউ নিয়ে সেই সিদ্ধান্ত বদল না করাতে পারলে ওই নিয়ম অনুযায়ীই আবার বাংলাদেশের খাতায় সেই ৪ রান যুক্ত হতো।

চলতি বছরের শুরুতে ভারতের ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন স্পোর্টস্টারে এই নিয়মের সমালোচনাও করেন সুনিল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের মতে, এই নিয়মের ফাঁকফোকরের সুযোগ নিয়ে যে কোনো অধিনায়ক প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ রান আটকে দিতে পারে। আইসিসির কাছে তিনি নিয়মটি পুনর্বিবেচনা করারও আহ্বান জানান।

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হারের পর আলোচিত এই নিয়মটি নিয়ে মুখ খোলেন ওয়াসিম জাফর ও সাইমন ডুল।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের সাবেক ক্রিকেটার জাফর বাংলাদেশ সমর্থকদের প্রতি সমবেদনা জানান।

মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউতে আউট দেওয়া হয়েছে। বলটি লেগ বাই হয়ে বাউন্ডারিতে যায়। রিভিউতে সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে। তবে বাংলাদেশ সেই ৪ রান পায়নি কারণ ব্যাটারকে ভুল করে আউট দেওয়া হলেও বলটি ডেড হয়ে যায়। এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ৪ রানে জিতে যায়। বাংলাদেশ সমর্থকদের জন্য সমবেদনা।”

ম্যাচ শেষে ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই ঘটনা বাংলাদেশের সঙ্গে না হয়ে ভারতের বিপক্ষে হলে কী হতো তা নিয়েও প্রশ্ন তোলেন নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডুল।

ধরা যাক কোনো ফাইনালে এই সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেল (তাহলে কী হতো?)। নিয়মটা এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সেটা কাজ করে। এটা বাজে সিদ্ধান্ত ছিল। অনেক বড় ভুল ছিল। বন্দুকের গুলির মতো দ্রুত আম্পায়ার তার আঙুল তুলেছে।”

মন্তব্য করুন: