লোভে পড়ে আমির-ইমাদকে ফিরিয়েছে পিসিবি: হাফিজ

লোভে পড়ে আমির-ইমাদকে ফিরিয়েছে পিসিবি: হাফিজ

টানা দুই হারে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গেছে। দেশটির সাবেক ক্রিকেটাররা মেতেছেন সমালোচনায়। বাবর আজমের নেতৃত্ব থেকে শুরু করে বাকিদের পারফর্ম্যান্স- সবকিছুই আসছে আতশ কাঁচের নিচে। দেশটির সাবেক অধিনায়ক এবং কোচ মোহাম্মদ হাফিজ ধুয়ে দিয়েছেন মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমকে। এই দুজনই বিশ্বকাপের আগে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন।

আমির আর ইমাদকে পাকিস্তানের বিশ্বকাপ দলে নেওয়ার কোনো যৌক্তিকতা দেখছেন না হাফিজ। যুক্তরাষ্ট্রের কাছে হারা ম্যাচের সুপার ওভারে ১৮ রান দিয়েছিলেন আমির। আর ভারতের বিপক্ষে রান তাড়ায় গুরুত্বপূর্ণ সময়ে ২৩ বলে ১৫ রানের ধীরগতির ইনিংস খেলেন ইমাদ। তাই বিশ্বকাপে এ দুজনকে দলে রাখা নিয়ে পাকিস্তানের নির্বাচকদের সততার ব্যাপারেই প্রশ্ন তুলেছেন হাফিজ!

পিটিভি স্পোর্টসের ‘গেম অন’ অনুষ্ঠানে হাফিজ বলেন, “তারা (পিসিবি) লোভের বশবর্তী হয়ে তাদের দলে নিয়েছে। পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করে দেওয়া খেলোয়াড়দের (আমির ও ইমাদ) সঙ্গে চুক্তি করেছে তারা। আমি ঘরোয়া পর্যায়ে ছিলাম, কিন্তু কেউই ঘরোয়া ক্রিকেট খেলতে চায় না। এর কারণ হিসেবে তারা বলেছে, ‘যদি আমাদের মাঝে কেউ (জাতীয় দলে) নির্বাচিত হয়, তখন দেখা যাবে।”

আমির এবং ইমাদকে ফেরানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিল পিসিবি। তবে এই দুজন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অজুহাত দেখিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে হাফিজ আরও বলেন, “ছয় মাস আগে যখন তাদের পাকিস্তানের হয়ে খেলতে বলা হলো, তারা বলেছিল, বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এখন বিশ্বের কোথাও কোনো লিগ চলছে না, তাই তারা বিশ্বকাপে খেলছে। তারা এমনভাবে খেলছে, বিশ্বকাপটাও যেন তাদের কাছে আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ!”

মন্তব্য করুন: