পাকিস্তান দলে দলাদলি, দাবি ক্রিকেট পাকিস্তানের

পাকিস্তান দলে দলাদলি, দাবি ক্রিকেট পাকিস্তানের

পাকিস্তান দলে দলাদলি আর রেষারেষি নতুন কিছু নয়। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমকে অধিনায়ক করা নিয়ে নতুন করে এই দলাদলি তৈরি হয়েছে। অধিনায়ক বাবর আজমকে নাকি দলের অনেক ক্রিকেটারই পছন্দ করেন না। তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয় না। গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হারের পর এমনই দাবি করেছে ‘ক্রিকেট পাকিস্তান’।

গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানো হয়। বদলে ফেলা হয় কোচিং স্টাফ। নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি। নেতৃত্ব হারানোর পর পিসিবির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় বাবরের। কিন্তু অদ্ভুতভাবে একটি সিরিজ পর পিসিবির ক্ষমতা হাতবদল হয়। এর পরিপ্রেক্ষিতে আফ্রিদির কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে ফের বাবরকে অধিনায়ক করা হয়। এতে আফ্রিদি খুব চটে গিয়েছিলেন। সহ-অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হলেও আফ্রিদি তা প্রত্যাখ্যান করেন। 

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যমটি জানিয়েছে, বাবর আজম এখন দলে তার প্রাপ্য সম্মান পাচ্ছেন না। খেলোয়াড়দের বিপদে তাকে পাশে পাওয়া যায় না। অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমকে পছন্দ করেন না বাবর। এই দুজনকে ফেরানোয় দলের কম্বিনেশনেও সমস্যা তৈরি হয়। অন্যদিকে টানা বাজে পারফর্ম করেও খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন শাদাব খান আর ইফতিখার আহমেদ।

বিশ্বকাপের আগেই পিসিবি এই সমস্যাগুলো সম্পর্কে জানত। কিন্তু এত বড় ইভেন্ট সামনে রেখে তারা কোনো পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডেই দলাদলি আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভিও একটি ‘ক্লিন-আপ আপারেশন্স’- এর ইঙ্গিত দিয়েছে। বিশ্বকাপের পর পাকিস্তানের ক্রিকেটে আরও কিছু পরিবর্তন এবং বিস্ময়কর সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ‘ক্রিকেট পাকিস্তান’। 

মন্তব্য করুন: