‘বাবর-আফ্রিদির মাঝে ঝামেলা নেই, তারা কথাবার্তাও বলে’
১১ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র আর ভারতের কাছে টানা দুই ম্যাচ হারের পর পাকিস্তানের গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, বাবর আজম আর শাহিন আফ্রিদির মাঝে ঝামেলা চলছে। এছাড়া দলের মাঝেও আছে বিভেদ, গ্রুপিং। কানাডার বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ এসব দাবি উড়িয়ে দিয়ে বললেন, বাবর-আফ্রিদির সম্পর্কে ফাটল ধরেনি।
এই বিতর্কের শুরুটা করেছিলেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি পাকিস্তানি পেসার সম্প্রতি দাবি করেন, “পাকিস্তান দলে খেলোয়াড়েরা একে অন্যের সঙ্গে কথা বলে না। এ ধরনের খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে না খেলিয়ে দেশে বসিয়ে রাখুন।” ওয়াসিমের এই মন্তব্যের পর পাকিস্তান দলে গ্রুপিংয়ের খবর দেয় দেশটির গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দেন আজহার মেহমুদ। তিনি বলেন, “ওয়াসিম (আকরাম) নিশ্চয়ই এটা বলেছে, কিন্তু আমি এ বিষয়ে জানি না। আমি এমন কিছু দেখিনি। শাহিন এবং বাবর অবশ্যই কথাবার্তা বলে, তারা ভালো বন্ধু। দুজনেই পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। (দুজনের) কারও জন্যই আমরা হারিনি। এতে আমাদেরও দায় আছে।”
মন্তব্য করুন: