১০০ উইকেটের মাইলফলকে জ্যাম্পা 

১০০ উইকেটের মাইলফলকে জ্যাম্পা 

অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন অ্যাডাম জ্যাম্পা। বুধবার বাংলাদেশ সময় সকালে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে বিশাল জয়ের ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। 

৩২ বছর বয়সী লেগ স্পিনার জ্যাম্পা নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক থেকে ৪ উইকেট দূরে ছিলেন। ম্যাচটিতে তিনি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ঠিক ৪টি উইকেট তুলে নেন। শততম উইকেটটি নেন নিজের শেষ ওভারের শেষ বলে।

১০০ উইকেট নিতে জ্যাম্পার লেগেছে ৮৩ ম্যাচ। এই তালিকায় তার স্বদেশী প্রতিদ্বন্দ্বীরা অনেক পেছনে পড়ে আছেন। ৬২ ম্যাচে ৭৬ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে স্টার্ক। এছাড়া পঞ্চাশের বেশি উইকেট আছে শুধু জশ হেইজেলউড (৬৪) ও প্যাট কামিন্সের (৬০)।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সব মিলিয়ে একশ উইকেট নেওয়া ১৫তম বোলার জ্যাম্পা। ১২৩ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে সবার ওপরে নিউ জিল্যান্ডের টিম সাউদি। আর কোনো বোলার এখন পর্যন্ত দেড়শ উইকেট নিতে পারেননি। দুই নম্বরে থাকা সাকিব আল হাসান ১২৪ ম্যাচে নিয়েছেন ১৪৬ উইকেট।

মন্তব্য করুন:

Add