নিউ জিল্যান্ডকে হারানোর এখন ‘সেরা সময়’ ওয়েস্ট ইন্ডিজের
১২ জুন ২০২৪
আফগানিস্তানের বিপক্ষে বিস্ময়কর পরাজয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে নিউ জিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল মনে করছেন, কিউইদের বিপক্ষে মাঠে নামার এটাই সেরা সময়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, “নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলার যদি ভালো কোনো সময় থাকে, সেটা এখন। আপনি যেমন বললেন, তারা কিছুটা অপ্রস্তুত। সত্যিই তারা বেশ চাপে আছে। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে যে তারা এগোতে পারবে কিনা। তবে এসব কথা বললেও আমরা নিউ জিল্যান্ডের দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সব মনোযোগ নিজেরা কী করব- তার ওপর।”
অন্যদিকে বাঁচা-মরার ম্যাচের আগে ঠিকঠাক অনুশীলন করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড। সাংবাদিকদের তিনি বলেন, “মিনিট পাঁচেকের ভারী বৃষ্টিতে মাঠের অনুশীলন উইকেটগুলো ভিজে গিয়েছিল। আমি জানি, মূল ম্যাচের উইকেট ঢেকে রাখাটাই সবসময় অগ্রাধিকার পাবে। কিন্তু পরে যখন আমরা অনুশীলনের চেষ্টা করি, তখন সেটা এতটাই পিচ্ছিল ছিল যে, দাঁড়িয়ে থাকাই কঠিন।”
মন্তব্য করুন: