এখনই সবকিছু শেষ হয়ে যায়নি: বাটলার
১২ জুন ২০২৪
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে। শিরোপা ধরে রাখার অভিযানে আসা ইংল্যান্ড এখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে। যদিও সুপার এইটে যাওয়া তাদের জন্য খুব একটা কঠিন নয়। তবে এজন্য নেট রানরেটের হিসাব মাথায় রেখেই তাদের শেষ দুই ম্যাচ খেলতে হবে।
বৃহস্পতিবার অ্যান্টিগায় নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জস বাটলার বললেন, “আমার মনে হয় না, এখনই সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমরা জানি আমাদের কীভাবে খেলতে হবে, কী করতে হবে। সবচেয়ে জরুরি হলো, পরের ধাপে এগিয়ে যেতে ওমানের বিপক্ষে ম্যাচটি জিততে হবে। যদি নেট রান রেটে প্রভাব ফেলার কোনো সুযোগ থাকে, অবশ্যই সেটি করতে হবে।”
'বি' গ্রপ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে স্কটল্যান্ড। আর দুই ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট মাত্র ১। ওমানের পর গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ নামিবিয়া। শক্তির বিচারে দুটি দলই বাটলারদের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু স্কটল্যান্ডকে টপকে যেতে হলে নেট রানরেটেও এগিয়ে থাকতে হবে। শেষ দুই ম্যাচে ইংল্যান্ডের জন্য কাজটা মোটেও কঠিন নয়। তবে অস্ট্রেলিয়াকে স্কটল্যান্ড হারালে বা ম্যাচটি পরিত্যক্ত হলে ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে যাবে।
মন্তব্য করুন: