ভারত-যু্ক্তরাষ্ট্র ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেই পাকিস্তানের বিদায়
১২ জুন ২০২৪
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। সবশেষ ফ্লোরিডায় শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। বুধবার ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচেও বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা। এই ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তানের ভাগ্যও।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। নিউ ইয়র্কে স্থানীয় সময় তখন সকাল সাড়ে ১০টা। এদিন নাসাউ কাউন্টিতে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার ওয়েবসাইট অ্যাকুওয়েদার অনুযায়ী, বুধবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। ১০টার পর ৩৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।
স্থানীয় সময় বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৪ শতাংশ। ১টার পর সেটা বেড়ে হবে ১৮ শতাংশ। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৩২ শতাংশ আছে। অর্থাৎ, খেলা চলাকালীন পুরো সময়টাতেই বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।
এই ম্যাচ বৃষ্টিতে ভাসলে ভারত-যুক্তরাষ্ট্র উভয় দলই চলে যাবে সুপার এইটে। দুই দলেরই পয়েন্ট হবে ৫। কানাডা সর্বোচ্চ ৪ পয়েন্ট পেতে পারে। আয়ারল্যান্ডও ৪ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানও পরের ম্যাচ জিতলে সর্বোচ্চ ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। তাই সেই ম্যাচগুলো হবে স্রেফ আনুষ্ঠানিকতার।
মন্তব্য করুন: