র‍্যাঙ্কিংয়ে সাকিবের পতন

র‍্যাঙ্কিংয়ে সাকিবের পতন

ব্যাটে-বলে ফর্মহীনতায় ভোগা সাকিব আল হাসান আছেন সমালোচকদের নিশানায়। সদ্যই সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ তাকে টি-টুয়েন্টি থেকে অবসর নিতে বলেছেন। এবার আরও একটি খারাপ খবর পেলেন সাকিব। টি-টুয়েন্টি অল-রাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে তিনি নেমে গেলেন ৫ নম্বরে।

বিশ্বকাপে সাকিবের ফর্ম মোটেও ভালো যাচ্ছে না। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে করেন ৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে ১ ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে বাজে শটে আউট হয়েছেন মাত্র ৩ রান করে।

স্বাভাবিকভাবেই এমন বাজে পারফর্মেন্সের প্রভাব পড়েছে অল-রাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে। বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থান হারিয়েছেন। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২০৮। এই ফরম্যাটের শীর্ষ অল-রাউন্ডার এখন মোহাম্মদ নবি (২৩১)। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মার্কাস স্টয়নিস (২২৫), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১৬) এবং সিকান্দার রাজা (২১০)।

মন্তব্য করুন: