সুপার এইটে নিশ্চিতের লড়াইয়ে ভারতের লক্ষ্য ১১১ রান
১২ জুন ২০২৪
প্রথম দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিতের লড়াইয়ে ভারতের সামনে ১১১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেন আর্শদ্বীপ সিং। পরের পর্ব নিশ্চিত করতে নিউ ইয়র্কের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়ার রেকর্ড গড়তে হবে রোহিত শর্মার দলকে।
বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন আর্শদ্বীপ। প্রথম ওভারেই তুলে নেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটারকে। শুরুর ধাক্কা সামাল দিতে তৃতীয় উইকেটে ধীরগতির জুটি গড়েন স্টিভেন টেইলর ও দারুণ ছন্দে থাকা অ্যারন জোন্স। বোলারদের তোপ সামলে পাওয়ারপ্লে থেকে যোগ করেন ১৮ রান।
অষ্টম ওভারে জোন্সকে (১১) ফিরিয়ে এই ২২ রানের এই জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। এরপর চতুর্থ উইকেটে নিতিশ কুমারকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন টেইলর। ২৩ করা বাঁহাতি এই ব্যাটারকে ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৮১ রানে ভয়ংকর হয়ে উঠতে থাকা নিতিশকে (২৭) ভারতকে স্বস্তি দেন আর্শদ্বীপ।
লোয়ার মিডল-অর্ডার ব্যাটারদের ছোট ছোট ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১০ থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। আর্শদ্বীপের শিকার ৯ রানে ৪ উইকেট।
মন্তব্য করুন: