নিউ জিল্যান্ডকে হতাশায় ডুবিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
১৩ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে এসেই কেমন যেন অচেনা হয়ে উঠল নিউ জিল্যান্ড দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর বৃহস্পতিবার তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। ১৩ রানের এই হারে তাদের সুপার এইটে যাওয়া বড় ধরনের শঙ্কায় পড়ে গেল। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তান। এছাড়া ২ পয়েন্ট আছে উগান্ডার।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। যদিও তাদের শুরুটা ছিল খুবই করুণ। ট্রেন্ট বোল্টের করা ইনিংসের ৬ষ্ঠ বলে বোল্ড হয়ে যান জনসন চার্লস (০)। বল হাতে ত্রিমুখী আক্রমণ শুরু করেন বোল্ট, সাউদি আর ফার্গুসন। এতেই দ্রুত ফিরে যান নিকোলাস পুরান (১৭), রোস্টন চেইজ (০), অধিনায়ক রোভম্যান পাওয়েল (১), এবং ব্রেন্ডন কিং (৯)।
৬ ওভার ৩ বলে ৩০ রানে নেই ৫ উইকেট!
এমতাবস্থায় ৬ষ্ঠ উইকেটে ২৭ বলে ২৮ রানের জুটি গড়েন রাদারফোর্ড আর আকিল হোসেন। এরপর আরও কয়েকটি ছোট ছোট জুটি হয়েছে। ৩৩ বলে ফিফটি তুলে নেন রাদারফোর্ড। অপরাজিত থাকেন ৩৯ বলে ২ চার ৬ ছক্কায় ৬৮ রানে। আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ট্রেন্ট বোল্ট নেন ১৬ রানে ৩ উইকেট। এছাড়া ২টি করে নিয়েছেন টিম সাউদি আর লুকি ফার্গুসন।
রান তাড়ায় নেমে অনেকটা ক্যারিবিয়ানদের মতোই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউ জিল্যান্ড। তৃতীয় ওভারে দলীয় ২০ রানে বিস্ফোরক ব্যাটার ডেভন কনওয়েকে (৮ বলে ৫ রান) থামান আকিল হোসেন। এরপর দলীয় ৬৩ রানে নেই ৫ উইকেট। ফিন অ্যালেন ২৬, রাচিন রবীন্দ্র ১০, অধিনায়ক কেইন উইলিয়ামসন ১ এবং ড্যারি মিচেল ফিরেন ১২ রানে। রান আর বলের পার্থক্য ক্রমেই বাড়ছিল। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৬৫ রানের। জিমি নিশাম ১১ বলে ১০ রান করে আউট হন।
মিডল অর্ডারে ৩৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তবে সেটা দলের কাজে আসেনি। আলঝারি জোসেফের বলে ফিলিপস আউট হতেই ম্যাচটা মূলত শেষ হয়ে যায়। টিম সাউদিকে (০) কট অ্যান্ড বোল্ড করেন জোসেফ। শেষ ওভারে দরকার ছিল ৩৩ রানের। রোমারিও শেপার্ডের করা প্রথম দুই বলে দুই ছক্কা মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মিচেল স্যান্টনার। পরে আরও একটি ছক্কা মারলেও সমীকরণ মেলেনি। ১৩ রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন: