চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের হাইব্রিড মডেল নাকচ করেছে পিসিবি
১৩ জুন ২০২৪
ভারত-পাকিস্তানের বৈরি রাজনৈতিক সম্পর্কের প্রভাব সাম্প্রতিক কালে পড়েছে ক্রিকেটাঙ্গানেও। গত বছর একক আয়োজক হিসেবে এশিয়া কাপের দায়িত্ব পেলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে তা হাইব্রিড মডেলে করতে হয়েছিল পাকিস্তানকে। আগামী বছর দেশটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির জন্যও একই প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু এবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে পাকিস্তানের তিনটি ভেন্যু – করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। সূচিতে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।
পিসিবির এক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভেন্যুগুলোর পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আইসিসির প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে তারা। ফলে রোহিত-কোহলিদের পাকিস্তানে গিয়েই খেলতে হবে।
“আমরা হাইব্রিড মডেল চাই না। তবে আমরা এটুকু নিশ্চয়তা দিয়েছি যে, ভারতের ম্যাচগুলো লাহোরে হবে। ফলে ভারতকে পাকিস্তানের অন্যান্য শহরে ঘুরে বেড়াতে হবে না। লাহোরে তাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত থাকবে।”
সূত্রটি আরও জানায়, ভারতের সমর্থকদের কথা বিবেচনায় এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তারা প্রতিবেশী দেশটির ম্যাচগুলো লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
“ভারত গোটা প্রতিযোগিতায় লাহোরেই থাকবে। ফলে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ধকল, নিরাপত্তা ইত্যাদি নিয়ে ভাবতে হবে না। লাহোর থেকে ওয়াগা সীমান্তের দূরত্ব কম হওয়ায় ভারতীয় সমর্থকদেরও সুবিধা হবে। কিন্তু ভারত প্রতিযোগিতায় অংশ নেবে কি না এখনও জানি না আমরা।”
প্রাথমিক সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ ও একটি সেমি-ফাইনালসহ কমপক্ষে তিনটি ম্যাচ করাচিতে আয়োজন করা হবে। অপর সেমি-ফাইনালসহ অন্তত পাঁচটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আর ফাইনালসহ বাকি ম্যাচগুলো লাহোরে অনুষ্ঠিত হবে।
গত বছর এশিয়া কাপে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে যেতে হয় পিসিবিকে। ফলে ভারতের সব ম্যাচগুলোসহ টুর্নামেন্টের ফাইনাল শ্রীলঙ্কায় আয়োজন হয়।
মন্তব্য করুন: