সাকিবের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান
১৩ জুন ২০২৪
অবশেষে জ্বলে উঠেছে সাকিব আল হাসানের ব্যাট। ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দেশসেরা ক্রিকেটারের দুর্দান্ত ফিফটিতে নেদারল্যান্ডসকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কিংসটাউনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও সাকিবের পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ৪৮ রান।
দারুণ খেলতে থাকা তানজিদ ২৬ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। অপর প্রান্তে ডাচ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে টি-টুয়েন্টিতে ১৯ ইনিংস পর ফিফটি তুলে নেন সাকিব। ৭ চারে ক্যারিয়ারের ১৩তম ফিফটি হাঁকাতে খেলেন ৩৮ বল। তিনি অপরাজিত থাকেন ৪৬ বলে ৯ চারে ৬৪ রানে।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যর্থতার বিশ্বকাপে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন ১ রান করে। লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে তিনিও ফেরেন ১ রান করে। দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখান এই ম্যাচের জন্য একাদশে আসা আরিয়ান দত্ত।
শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ২১ বলে ২৫ ও জাকের আলীর ৭ বলে ১৪ রানে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
মন্তব্য করুন: