ঈদের দিন জিততে চান সাকিব

ঈদের দিন জিততে চান সাকিব

শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে বাকি আনুষ্ঠানিকতাটুকু সারতে চান সাকিব আল হাসান। কিংসটাউনে বাংলাদেশ সময় আগামী ১৭ জুন ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আযহা।

বিশ্বকাপের শুরু থেকে নিষ্প্রভ সাকিব ডাচদের বিপক্ষে দারুণ ফিফটি করে হয়েছেন ম্যাচসেরা। সংবাদ সম্মেলনে এসে নেপাল ম্যাচ নিয়ে তিনি বলেন, “অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। তাই স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনে ম্যাচের জন্য।”

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৯ ইনিংস পর ফিফটি করা সাকিব আরও বলেন, “ঈদের দিন, মুসলমান যারা আছি তাদের জন্য আনন্দের একটা দিন। বিশেষ করে বাংলাদেশে সবাই উদযাপন করে। অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন আনন্দ করে। তো আশা করব, এরকম ঈদের একটা দিনে তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারব।”

মন্তব্য করুন: