বাবরদের নিয়ে হাফিজের ইঙ্গিতপূর্ণ টুইট
১৫ জুন ২০২৪
পাকিস্তানের সাবেক অধিনায়ক টুইটারে যা লিখেছেন, সেটা দেখে শুরুতে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি হিসেবে ভাবতে পারেন। কিন্তু যখনই নজর যাবে #PakistanCricket হ্যাশট্যাগে, তখনই সব গড়বড় হয়ে যাবে। প্রশ্ন জাগবে, টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাবর আজমদের সঙ্গে কোরবানির পশুর তুলনা করলেন হাফিজ?
গত শুক্রবার আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় ঘটেছে পাকিস্তানের। দেশটির ক্রিকেটাঙ্গনে বইছে সমালোচনার ঝড়। বড় কিছু পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। এর মাঝেই টুইট করে নতুন বিতর্কের জন্ম দিলেন হাফিজ। তিনি উর্দুতে লিখেছেন, “কোরবানি কা জানোয়ার হাজির হো”। এর বাংলা মানে দাঁড়ায় “কোরবানির পশু এসে গেছে”!
Qurbani Kay Janwar Hazir Hon… ? ?????….. #PakistanCricket
— Mohammad Hafeez (@MHafeez22) June 14, 2024
হাফিজের ছোট্ট সেই লেখার পাশে ৬টি ছাগলের ইমো। এরপর কিছু ডট দিয়ে তিনি বুঝিয়েছেন, আরও আছে। শেষে হ্যাশট্যাগে দিয়েছেন #PakistanCricket। এর ফলেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে যে, পাকিস্তান ক্রিকেট দলকে কোরবানির পশুর সঙ্গে তুলনা করেছেন হাফিজ। তিনি ছাগলের ইমোটিকন দিয়ে সেটাই কি তিনি বোঝাতে চেয়েছেন?
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পশু ‘মারখোর’ জাতের একপ্রকার বন্য ছাগল।
মন্তব্য করুন: