৩ ম্যাচে ৫ রান করা কোহলিকে নিয়ে কতটা চিন্তিত ভারত?
১৬ জুন ২০২৪
আইপিএলের সবশেষ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেকে হারিয়ে ফেলেছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে করেছেন মাত্র ৫ রান। এর মাঝে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ও মেরেছেন। এতে অবশ্য এখনও দলের ওপর প্রভাব পড়েনি। ভারত দাপটের সঙ্গেই সুপার এইটে গেছে। কিন্তু কোহলির এই অফফর্ম কি চিন্তার কারণ?
ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এ বিষয়ে বলেন, “কোহলি ব্যাটিংয়ে ভালো করুক আর খারাপ করুক, তাকে নিয়ে প্রশ্ন হবেই। এটা আমার খুব ভালো লাগে। কোহলিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। একেবারেই কোনো চিন্তা নেই। আইপিএল থেকে কোহলি দুর্দান্ত ফর্মে আছে। এখানে কয়েকটা ম্যাচে রান না পেলে সবকিছু বদলে যায় না। সে নেটেও খুব ভালো ব্যাটিং করছে।”
বিক্রম রাঠৌর মনে করেন, গ্রুপ পর্বে কোহলি রান না পাওয়ায় ভারতেরই সুবিধা হবে। কারণ, কোহলি সুপার এইটে বড় রান করতে মুখিয়ে থাকবেন। রাঠৌরের ভাষায়, “সত্যি বলতে, এটা আমাদের জন্য ভালোই হবে। কারণ, কোহলির রানক্ষুধা আরও বেড়ে গেছে। তার মতো ব্যাটার বেশিদিন ব্যর্থ হতে পারে না। আমি নিশ্চিত, সুপার এইটে তার ব্যাটে রান আসবে। সেটা দলের জন্যই ভালো হবে। নক-আউটে সেরা ফর্মের কোহলিকে আমাদের প্রয়োজন।”
মন্তব্য করুন: