স্পেনের কাছে হেরে ক্ষমা চাইলেন ক্রোয়েশিয়া কোচ

স্পেনের কাছে হেরে ক্ষমা চাইলেন ক্রোয়েশিয়া কোচ

স্পেনের কাছে হার দিয়ে ইউরো শুরু করেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। বার্লিনে শনিবার গ্রুপের অন্য ম্যাচে তারা ৩-০ গোলে স্রেফ উড়ে যায়। ক্রোয়েশিয়ার জয় দেখতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে হাজারো দর্শক এসেছিলেন। উল্টো দল হেরে যাওয়ায় ক্ষমা চেয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ।

ম্যাচটিতে স্পেনের বুদ্ধিদীপ্ত আক্রমণের সামনে টিকতেই পারেনি ক্রোয়াটরা। প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় স্পেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই পারফম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করে ৫৭ বছর বয়সী দালিচ বলেন, দারুণ একটা আবহ ছিল। আজকের বাজে পারফরম্যান্সের জন্য আমি ক্ষমা চাইছি। আমরা যথেষ্ট আগ্রাসী ছিলাম না। আশা করি এটা শুধুই একটি বাজে দিন।

দালিচের অধীনে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। এরপর গত বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলে। বিশ্বকাপের এই সাফল্যের ধারা ইউরোতেও আনার চেষ্টা করে যাচ্ছে ক্রোয়েটরা। তবে মহাদেশীয় এই আসরের নক-আউটে ক্রোয়েশিয়া কখনই কোনো ম্যাচ জিততে পারেনি। দালিচের আশা, দ্রুতই এই ম্যাচের ধাক্কা সামলে চলতি আসরে ঘুরে দাঁড়াবে তার দল।ং

মন্তব্য করুন: