পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে তামিমের
১৬ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। এই বিপর্যয়ে পাকিস্তানের ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। এদিকে পাকিস্তানের বিদায়ে ‘খারাপ লাগছে’ বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের।
রোববার দুপুরে নিজের এক্স অ্যাকাউন্টে তামিম লিখেছেন, “টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করি তারা পরেরবার ভালোভাবে ফিরে আসবে এবং শহিদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা তাদেরকে পথ দেখাবেন।”
বিশ্বকাপের কিছুদিন আগে শাহিন আফ্রিদিকে সরিয়ে ফের বাবর আজমকে অধিনায়ক করেছিল পাকিস্তান। এতে কাজের কাজ কিছুই হয়নি। যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে তাদের বিশ্বকাপ শুরু হয়। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে। দুর্বল কানাডার বিপক্ষে এসেছে একমাত্র জয়।
‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। এরপর চমক দিয়ে যুক্তরাষ্ট্র চলে যায় সুপার এইটে। যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে বিদায় ঘটে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটে আবারও বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে দেশটির গণমাধ্যম।
মন্তব্য করুন: