পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতার বদল চান ইমাদ ওয়াসিম
১৬ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানে ক্রিকেটে চলছে তোলপাড়। নিয়মরক্ষার হলেও এখনও আরও একটি ম্যাচ বাকি আছে পাকিস্তানের। সেই ম্যাচের আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিকতা বদল করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন অল-রাউন্ডার ইমাদ ওয়াসিম।
লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে সাংবাদিকদের ইমাদ বলেন, “এটা সম্পূর্ণ আপনার মানসিকতার ওপর নির্ভর করে। আপনি আগুনের জবাব আগুন দিয়েই দিতে পারেন কিংবা আপনার মতো করেও দিতে পারেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আগুনের জবাব আগুনের মাধ্যমেই দেওয়া উচিত। যদি আপনি হেরেও যান তবু বলতে পারবেন, দিনটি আপনার ছিল না।”
ইমাদ আরও বলেন, “সমস্যা হচ্ছে, আমাদের দল ও খেলোয়াড়েরা এতটাই ভালো যে আমরা যেকোনো ধরনের ক্রিকেট খেলতে পারি। (কিন্তু) আমরা এটি চেষ্টা করে দেখিনি। কিন্তু চেষ্টা করতে হবে। ব্যর্থতার ভয়কে দূরে সরাতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব ক্ষেত্রেই ব্যর্থতার ভয়কে সরাতে হবে। ব্যক্তির পরিবর্তনে কিন্তু সবকিছু বদলে যায় না। তবে মানসিকতা বদলে ফেললে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন। একই বলে যেমন ছক্কা, চার কিংবা সিঙ্গেল হতে পারে, তেমনই ওই বলে উইকেট পতন কিংবা ডটও হতে পারে।”
“আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি। সময়ের সঙ্গে তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। আমরা এক সময় টি-টুয়েন্টি ক্রিকেটে রাজত্ব করতাম। কিন্তু আমার মনে হয়, এখন আমরা কিছুটা পিছিয়ে গেছি। হয়তো তিনটি ক্ষেত্রেই আমাদের মানসিকতার (পরিবর্তন দরকার)। কোনো একটি বিভাগকে নির্দিষ্ট করে বলব না। আপনি যদি খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার কল্পনাতীত সাফল্য পেতে পারেন। আমি সবসময় এটা বিশ্বাস করি। আজ আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি এবং পরবর্তী বিশ্বকাপে যাই ঘটকু, যারাই খেলুক, যেভাবেই খেলুক; তাদের অ্যাপ্রোচ যদি ঠিক থাকে, সাফল্য আসবেই।”
মন্তব্য করুন: