ব্রাজিলকে ‘জঘন্য দল’ বলা রোনালদিনিওকে জবাব রাফিনিয়ার
১৬ জুন ২০২৪
ব্রাজিল ফুটবলের মহাতারকা তিনি। খেলোয়াড়ী জীবনে পায়ের জাদুতে মুগ্ধ রেখেছেন দর্শকদের। ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রি কিকে করা তার গোলটি এখনও সমর্থকদের চোখে লেগে আছে। সেই রোনালদিনিও বর্তমান ব্রাজিল দলটিকে ‘জঘন্য’ হিসেবে ঘোষণা করেছেন। এই ঘটনার পর রোনালদিনিওকে জবাবও দিয়েছেন রাফিনিয়া।
গত শনিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন রোনালদিনিও। ক্যাপশনে লেখা ছিল, “ব্রাজিলের ফুটবল যারা ভালবাসেন তাদের কাছে এটা দুঃখের মুহূর্ত। ম্যাচ দেখার জন্য কোনো অনুপ্রেরণাই খুঁজে পাচ্ছি না। সাম্প্রতিক সময়ের অন্যতম জঘন্য দল এটি। সমীহ করার মতো কেউ নেই। বেশিরভাগই গড়পড়তা ফুটবলার। ছোটবেলা থেকেই আমি ফুটবল অনুসরণ করি, খেলোয়াড় হওয়ার আগে থেকে। কিন্তু এত খারাপ পরিস্থিতি কোনোদিন দেখিনি।”
রোনালদিনিও আরও লিখেছেন, “এই দলটায় জার্সির প্রতি ভালোবাসার, হার না মানা মানসিকতার কোনো চিহ্নই নেই। আবারও বলছি, আমাদের বর্তমান দলটা আমার দেখা সবচেয়ে খারাপ পারফর্মেন্স করছে। এটা লজ্জাজনক। আমি এখানেই ইতি টানতে চাইছি। আমি কোপা আমেরিকার একটা ম্যাচও দেখব না। একটা জয়ও উপভোগ করব না।”
স্বাভাবিকভাবেই রোনালদিনিওর এই পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার মধ্যে এর পাল্টা জবাব দেন রাফিনিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা যাকে অনুসরণ করি, এমন একজনের থেকে এমন কঠিন কথা শুনতে অবাকই লাগছে। অথচ, ভিনিসুস আমাকে বলেছিল যে, রোনালদিনিও আমাদের খেলা দেখার জন্য তার কাছে নাকি টিকিট চেয়েছিলেন!”
“রোনালদিনিও যা অর্জন করেছেন, সেটার জন্য তাকে সম্মান করি। তবে এটা একটা নতুন জেনারেশন, যাদের শক্তিমত্তা আলাদা ধরনের। আমাদের প্রয়োজন উৎসাহ এবং গঠনমূলক সমালোচনা। আমরা ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”
মন্তব্য করুন: