পাকিস্তানের পেস তোপ সামলে রুখে দাঁড়াল আয়ারল্যান্ড
১৬ জুন ২০২৪
বড্ড অসময়ে নিজেদের যেন ফিরে পেলেন পাকিস্তানের পেসাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে জয়-পরাজয়ে পাকিস্তানের কিছু যায় আসে না। বিশ্বকাপ থেকে আগেই তাদের বিদায় ঘটে গেছে। এমন নিয়মরক্ষার ম্যাচে পেসারদের সৌজন্যে আইরিশদের একশর নিচে গুটিয়ে দেওয়ার সুযোগ পেয়েও সফল হয়নি পাকিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আইরিশরা তুলেছে ১০৬ রান।
লডারহিলে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বল থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নিকে (০) বোল্ড করে শুরুটা করেন শাহিন আফ্রিদি। ইনিংসের পঞ্চম বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন লরকান টাকার (২)। পরের ওভারের চতুর্থ বলে অধিনায়ক পল স্টার্লিংকে (১) ফেরান মোহাম্মদ আমির। দলীয় ৪ রানে নেই ৩ উইকেট! পাকিস্তানের তিন পেসার যেন আগুন ঝরাচ্ছিলেন। তাদের দাপটে সপ্তম ওভারে আইরিশদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৩২ রান!
হ্যারি টেক্টর (০), কার্টিস ক্যাম্ফার (৭) এবং জর্জ ডকরেল (১১) দ্রুত ফিরে যান। সপ্তম উইকেটে গ্যারেথ ডেনলি (৩১) আর মার্ক অ্যাডায়ারের (১৫) ৩০ বলে ৪৪ রানের জুটিতে এগোতে থাকে আইরিশদের স্কোর। এরপর আবারও ছোট্ট ধস নামে। একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ উইকেটে বেন হোয়াইট (৫*) আর জস লিটল (২২*) অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিতে ২০ ওভারে দলের স্কোর নিয়ে যান ৯ উইকেটে ১০৬ রানে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি আর ইমাদ ওয়াসিম। এছাড়া মোহাম্মদ আমির ২টি আর হারিস রউফ এক উইকেট নেন।
মন্তব্য করুন: