আয়ারল্যান্ডের কাছে হারতে হারতে জিতে গেল পাকিস্তান
১৭ জুন ২০২৪
পাকিস্তান দলটি যে কতটা নড়বড়ে, কতটা অন্তঃসারশূন্য সেটা আরও একবার প্রমাণ করে দিল আয়ারল্যান্ড। গুরুত্বহীন এই ম্যাচে ছোট্ট টার্গেট তাড়ায় পাকিস্তান প্রায় হারতেই বসেছিল! আর ১০-১৫ রান বেশি হলে হেরেও যেতে পারত বাবর আজমের দল। শেষ পর্যন্ত প্রায় হারতে বসা ম্যাচ ৩ উইকেটে জিতে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান।
মামুলি টার্গেট তাড়ায় পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে ২৩ রানে। মার্ক অ্যাডায়ারের করা পঞ্চম ওভারে ক্যাচ দেন সাইম আইয়ুব (১৭)। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও ঠিক ১৭ রান করেই ম্যাকার্থির শিকার হন। বোলিংয়ে এসেই ফখর জামানকে (৫) তুলে নেন কার্টিস ক্যাম্ফার। ম্যাকার্থির করা পরের ওভারের প্রথম বলে ক্যাচ দেন উসমান খান (২)। পরের বলে এলবিডাব্লিউয়ের আবেদন হলেও আম্পায়ার দেননি। কিন্তু তৃতীয় বলে ঠিকই ক্যাচ তুলে দেন শাদাব খান (০)। ৫২ থেকে ৫৭- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট পতনে হারের শংকায় পড়ে পাকিস্তান। তখনো শেষ ১০ ওভারে তাদের চাই ৫০ রান।
একাদশ ওভারের শেষ বলে ক্যাম্ফারের তৃতীয় শিকার ইমাদ ওয়াসিম (৪)। একপ্রান্ত আগলে বাবর আজম দেখছিলেন সতীর্থদের আসা-যাওয়া। শেষ ৬ ওভারে প্রয়োজন হয় ৩২ রানের। আইরিশদের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে এই রান তুলতে পাকিস্তানকে খেলতে হয় ১৮.৫ ওভার পর্যন্ত। ৩৪ বলে ৩২* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর আজম। শেষদিকে শাহিন আফ্রিদি ৫ বলে ২ ছক্কায় ১৩ রান না তুললে আরও বিপদ হতো পাকিস্তানের। শেষ পর্যন্ত তারা ৩ উইকেটে জিতে যায়।
এর আগে লডারহিলে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তোলে আয়ারল্যান্ড। পাকিস্তানি পেসারদের তোপে শুরু থেকেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনিংসের তৃতীয় বলে অ্যান্ড্রু বালবার্নিকে (০) বোল্ড করেন শাহিন আফ্রিদি। ওই ওভারের পঞ্চম বলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন লরকান টাকার (২)। পরের ওভারের চতুর্থ বলে অধিনায়ক পল স্টার্লিংকে (১) ফেরান মোহাম্মদ আমির। দলীয় ৪ রানে নেই ৩ উইকেট! সপ্তম ওভারে সেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৩২ রান!
হ্যারি টেক্টর (০), কার্টিস ক্যাম্ফার (৭) এবং জর্জ ডকরেল (১১) দ্রুত ফিরে যান। সপ্তম উইকেটে গ্যারেথ ডেনলি (৩১) আর মার্ক অ্যাডায়ারের (১৫) ৩০ বলে ৪৪ রানের জুটিতে এগোতে থাকে আইরিশদের স্কোর। এরপর আবারও ছোট্ট ধসে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ উইকেটে বেন হোয়াইট (৫*) আর জস লিটল (২২*) অবিচ্ছিন্ন ২৬ রানের জুটিতে ২০ ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১০৬ রান। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি আর ইমাদ ওয়াসিম। এছাড়া মোহাম্মদ আমির ২টি আর হারিস রউফ এক উইকেট নেন।
মন্তব্য করুন: