নেতৃত্ব সবাইকে জানিয়েই ছাড়বেন বাবর
১৭ জুন ২০২৪
গত বছর ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। তার জায়গায় অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডে পট পরিবর্তনের ফলে মাত্র এক সিরিজ পরই শাহিনকে সরিয়ে ফের নেতৃত্বে আনা হয় বাবরকে। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ফের হুমকির মুখে বাবরের নেতৃত্ব। বাবর অবশ্য সিদ্ধান্তটি বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছেন।
অধিনায়কত্বের দ্বিতীয় মেয়াদে ঘরের মাঠে দ্বিতীয় সারির নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হেরেছেন বাবর। এরপর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের কাছে একটি হারের পাশাপাশি পাকিস্তান সিরিজ হেরেছে ইংল্যান্ডের কাছে। এরপর যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর বাবররা হেরেছে ভারতের কাছে। কানাডা আর আয়ারল্যান্ডের বিপক্ষে বহু কষ্টে জিতলেও বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই।
আয়ারল্যান্ডের কাছে রোববার কষ্টার্জিত জয়ের পর সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার বিষয়ে বাবর আজম বলেন, “আমি এটা নিয়ে ভাবিনি। সিদ্ধান্ত নেবে পিসিবি। নেতৃত্ব সম্পর্কে বলতে গেলে, আমি যখন এটি ছেড়ে দিয়েছিলাম তখন ভেবেছিলাম যে, ওই মুহূর্তে আমার অধিনায়কত্ব করা উচিত নয়। তাই আমি ছেড়ে দিয়েছিলাম এবং নিজেই ঘোষণা করেছিলাম। তারপর যখন আমাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়, সেটা ছিল পিসিবির সিদ্ধান্ত।”
বাবর আরও বলেন যে, তিনি যদি কখনো নেতৃত্ব ছেড়ে দেন, সবাইকে জানিয়েই ছাড়বেন। গোপনে কিছু করবেন না। বাবরের ভাষায়, “আমরা (দেশে) ফেরার পর এখানে (বিশ্বকাপে) যা কিছু ঘঠছে, সেসব নিয়ে আলোচনা করব। যদি আমাকে অধিনায়কত্ব ছাড়তে হয়, তাহলে প্রকাশ্যেই আমি সিদ্ধান্ত জানিয়ে দেব। আমি পর্দার আড়াল থেকে কোনো ঘোষণা দেব না। যা হবে সামনাসামনিই হবে।”
মন্তব্য করুন: