৪ ওভারে কোনো রান না দিয়ে ফার্গুসনের রেকর্ড
১৭ জুন ২০২৪
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বোলাররা যেন এক স্বপ্নের মতো সময় পার করছেন। প্রতি ম্যাচেই বল হাতে কোনো না কোনো রেকর্ড গড়ছেন তারা। এবার পুরো স্পেলে কোনো রান না দিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন লকি ফার্গুসন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ ওভার বল করে শূন্য রানে ৩ উইকেট শিকার করেছেন নিউ জিল্যান্ডের এই পেসার।
সোমবার ত্রিনিদাদে নিজেদের শেষ ম্যাচে প্রথম বোলার হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে ৪টি মেডেন দেন ফার্গুসন। অর্থাৎ, ডানহাতি এই পেসারের ২৪ বলে কোনো রানই নিতে পারেনি নিউ গিনির ব্যাটাররা। এর আগে এক ইনিংসে সবচেয়ে বেশি ডটের রেকর্ডটি ছিল তানজিম হাসান সাকিবের। বাংলাদেশ সময় সোমবার সকালে নেপালের বিপক্ষে ২১টি ডট দেন এই টাইগার পেসার।
অবশ্য আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪ ওভারে কোনো রান দেওয়ার কীর্তি ফার্গুসনের একার নয়। এর আগে কানাডার সাদ বিন জাফর পানামার বিপক্ষে এই কীর্তি গড়েন। ২০২১ সালে সেই ম্যাচে ৪ ওভারে কোনো রান না দিয়ে বাঁহাতি এই স্পিনার ২ উইকেট শিকার করেন।
ফার্গুসনের রেকর্ডের দিনে ৭৮ রানেই গুটিয়ে গেছে নিউ গিনি। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং প্রথমবার টুর্নামেন্টে খেলতে নামা ইশ সোধির শিকার দুটি করে উইকেট।
মন্তব্য করুন: