নিউ গিনিকে গুঁড়িয়ে আসর শেষ করল নিউ জিল্যান্ড
১৮ জুন ২০২৪
সুপার এইটের দৌড় থেকে আগেই ছিটকে পড়ায় নিউ জিল্যান্ডের জন্য ম্যাচটি কেবলই ছিল আনুষ্ঠানিকতার। তবে মাঠের লড়াইয়ে লকি ফার্গুসনের আগুন ঝরানো রেকর্ড বোলিংয়ে কিউইদের কাছে কোনো পাত্তাই পায়নি পাপুয়া নিউ গিনি। ট্রেন্ট বোল্টের টি-টুয়েন্টি বিশ্বকাপের বিদায়ী ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে আসর শেষ করেছে কেইন উইলিয়ামসনের দল।
সোমবার ত্রিনিদাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়ে নিউ গিনির ব্যাটাররা। তবে আলাদা করে তাদের সবচেয়ে বেশি ভোগান ফার্গুসন। ডানহাতি এই পেসারের ৪ ওভারে কোনো রানই নিতে পারেনি তারা। তুলে নেন ৩ উইকেট। আর নিউ গিনির ইনিংস গুটিয়ে যায় ৭৮ রানে। জবাবে ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিয়ে আসর শেষ করে নিউ জিল্যান্ড।
এদিন বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে রীতিমত আগুন ঝরান ফার্গুসন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে কোনো রান দিয়েই ৪ ওভারের বোলিং স্পেল শেষ করেন তিনি। একই সঙ্গে গড়েন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড। ভেঙে দেন আগের দিনই নেপালের বিপক্ষে তানজিম হাসান সাকিবের গড়া ২১ ডট বলের রেকর্ডটি।
ফার্গুসন ছাড়াও বিদায়ী ম্যাচ খেলতে নামা বোল্ট ও টিম সাউদির তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চলতি আসরে তৃতীয় বারের মতো একশ রানের নিচে অল-আউট হয় নিউ গিনি। সাউদি ও বোল্টের শিকার দুটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। রাচিন রবীন্দ্র ফেরেন ৬ রান করে। এক প্রান্ত আগলে রাখা ডেভন কনওয়ে করেন ৩২ বলে ৩৫ রান। ৫৪ রানে এই তিন ব্যাটার ফিরলে ড্যারিল মিচেলকে (১৯*) নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান উইলিয়ামসন। কিউই অধিনায়ক অপরাজিত থাকেন ১৮ রানে।
মন্তব্য করুন: