ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান

দুর্দান্ত পারফর্ম করে সুপার এইট নিশ্চিত করা দুই দলের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হয়েছে বড্ড একপেশে। ব্যাট-বলে ক্যারিবিয়ান ঝড়ে রীতিমত উড়ে গেছে আফগানিস্তান। ১০৪ রানের বড় জয়ে শেষ আটের প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে তৃতীয় শিরোপার প্রত্যাশায় থাকা ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে আফগান বোলারদের ওপর শুরুতে ঝড় তোলেন জনসন চার্লস ও নিকোলাস পুরান। শেষ দিকে পুরানের সঙ্গে বাকি ব্যাটারদের তাণ্ডবে রানখরার বিশ্বকাপে ২১৮ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

ব্যাট হাতে আফগান বোলারদের ওপর ক্যারিবিয়ান ঝড়ের শুরুটা হয় চতুর্থ ওভারে। আজমতউল্লাহ ওমারজাইয়ের করা ওভারে তাণ্ডব চালিয়ে ৩৬ রান তোলেন পুরান, যা টি-টুয়েন্টি বিশ্বকাপের এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ২৬ রান,বাকি ১০ রান আসে অতিরিক্ত থেকে।

বড় এই ওভারের ধাক্কা পরের ওভারগুলোতে কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করে আফগানরা বোলাররা। পরের ৫ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেয় ২৭ বলে ৪৩ রান করা চার্লসের উইকেট। তবে পুরানের ব্যাটের দাপটে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৩১ বলে তুলে নেন ফিফটি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সাই হোপ (২৫) ও অধিনায়ক রোভম্যান পাওয়েলের (২৬) ঝড়ো ইনিংসে ১৯তম ওভারে দুইশ রানের কোটা পার করে স্বাগতিকরা।

সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে ওমারজাইয়ের দুর্দান্ত থ্রোতে রান-আউটে ৯৮ রান করে সাজঘরে ফেরেন ম্যাচসেরা পুরান। ৮ ছক্কা ও ৬ চারে ৫৩ বলের এই ইনিংসটি সাজান তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রান পাহাড়ের চাপে পড়ে আফগানরা। ব্যর্থ হয় পুরো টুর্নামেন্ট দলকে দারুণ শুরু এনে দেওয়া উদ্বোধনী জুটি। তৃতীয় বলেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। সঙ্গীকে হারালেও অপর প্রান্তে ঝড় তোলেন ইব্রাহিম জাদরান। গুলবাদিন নাইবকে নিয়ে প্রথম ৬ ওভারে যোগ করেন ৪৫ রান।

এরপরই ক্যারিবিয়ানদের সামনে ধসে পড়ে আফগান ব্যাটিং অর্ডার। দলীয় ৪৫ রান নাইবকে (৭) ফেরান গুদাকেশ মোটি। পরের ওভারে জোড়া আঘাত হানেন ওবেড ম্যাকয়। ফেরান ৩৮ রান করা ইব্রাহিম ও নাজিবউল্লাহ জাদরানকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রশিদ খানের দল। ওমারজাই প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ ওভার দুই বলে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: