পাকিস্তানকে নিয়ে কোচ কারস্টেনের মন্তব্যটি ভুয়া, দাবি পিসিবির
১৮ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। অনেকের মতে, দলের মধ্যে দলাদলি থাকায় ও পারস্পরিক সহযোগিতা না থাকার কারণে এবারের টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে গতবারের রানার্স-আপদের। এরই মাঝে খবর বের হয়, দলের খেলোয়াড়দের মধ্যে কোনো ঐক্য না থাকা নিয়ে গণমাধ্যমের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেছেন হেড কোচ গ্যারি কারস্টেন। তবে বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে পিসিবি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাকিস্তান দলের অন্তর্কোন্দল নিয়ে কারস্টেনের একটি মন্তব্য ছড়িয়ে পড়ে, যা দেশটিতে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই মন্তব্যে দলের কোনো খেলোয়াড়ের মধ্যে একে অপরকে সাহায্য-সহযোগিতা করার কোনো মানসিকতা নেই বলে জানান কারস্টেন।
তবে এক প্রতিবেদনে ক্রিকবাজ জানায়, কোনো সংবাদ মাধ্যমের কাছে কারস্টেন এরকম কোনো মন্তব্য করেননি। পিসিবির এক সূত্রের ধারণা, নিজেদের স্বার্থে দলের কিছু ক্রিকেটার ড্রেসিংরুমে কারস্টেনের এই ধরনের বক্তব্যকে নিজেদের ইচ্ছা মতো বানিয়ে গণমাধ্যমে ছড়িয়ে থাকতে পারে। এমনকি দলের পারফরম্যান্স নিয়ে জনসম্মুখে কোনো মন্তব্য করা হয়নি বলেও পিসিবিকে কারস্টেন নিশ্চিত করেন।
“তারা কোনো খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে এই বক্তব্যকে নিজেদের ইচ্ছা মতো চালিয়ে দিয়েছে। গ্যারি কখনোই এই ধরনের কিছু বলেননি।”
এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে আসর শুরু করে পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি বাবরের দল। প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ ওয়াসিম আকরাম ও শহিদ আফ্রিদির মতো সাবেক তারকারা দলের অন্তর্কোন্দলকে দায়ী করেন।
মন্তব্য করুন: