ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়কে পাত্তাই দিচ্ছেন না রশিদ খান

ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়কে পাত্তাই দিচ্ছেন না রশিদ খান

টি-টুয়েন্টি বিশ্বকাপে উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামিয়েছে আসরের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। গত সোমবারের ম্যাচে আফগানরা হেরেছে ১০৪ রানের বিশাল ব্যবধানে। তবে টুর্নামেন্টের সামনের দিকে এই পরাজয়ের তেমন প্রভাব পড়বে না মনে করছেন অধিনায়ক রশিদ খান।

ম্যাচ শেষে রশিদকে প্রশ্ন করা হয়, বড় পরাজয় তাদের বাকি ম্যাচগুলোতে প্রভাব ফেলবে কিনা? জবাবে তিনি বলেন, আমার মনে হয় না। আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের পিচ আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব। যে পর্যায়ে হারটা এসেছে, সেটা কোনো বাঁচা-মরার লড়াই নয়। এই ম্যাচ থেকে ফিল্ডিং, মাঝের ওভারের বোলিং, নুর আহমেদের স্পেলের মতো ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করব।

গ্রুপ পর্বে আগের তিন ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি আফগানিস্তান। নিউ জিল্যান্ডের মতো দলকে ৭৫ রানে গুটিয়ে দিয়ে তারা জিতেছিল ৮৪ রানে। উগান্ডা আর পাপুয়া নিউ গিনির পরিণতির কথা তো বলাই বাহুল্য। এবার ক্যারিবিয়ানদের ২১৮ রানের জবাবে আফগানরা গুটিয়ে যায় ১১৪ রানে। টি-টুয়েন্টিতে এর চেয়েও বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে।

মন্তব্য করুন: