টি-টুয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরে ভাববেন উইলিয়ামসন

টি-টুয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে পরে ভাববেন উইলিয়ামসন

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেশ অপ্রত্যাশিতভাবেই বিদায় ঘটেছে নিউ জিল্যান্ডের। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তাদের বিদায় নিশ্চিত হয়। পরের দুই ম্যাচে তারা বড় জয় পায় উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এমন ব্যর্থতায় অধিনায়ক কেইন উইলিয়ামসনের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠে গেছে।

বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে উইলিয়ামসনের মোট রান ২৮, সর্বোচ্চ ১৮। নিউ জিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট অবশ্য ঘোষণা দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। উইলিয়ামসন কিন্তু এমন কিছুই বলেননি। এই সংস্করণে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ এখনও জানা নেই নিউ জিল্যান্ড অধিনায়কের।

সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসনকে জিজ্ঞাস করা হয়, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা? উত্তরে তারকা এই ব্যাটসম্যান বলেন, “আমি জানি না। এখনো অনেক সময় হাতে আছে। দল হিসেবে সংগঠিত হতে হবে। পরের বছর লাল বলের ক্রিকেট খেলব। তাই বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের অন্য সংস্করণে ফেরার। এরপর আমরা দেখব বিষয়গুলি কোথায় গিয়ে দাঁড়ায়।”

এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের হয়ে ৯৩ টি-টুয়েন্টিতে ৩৩.৪৪ গড় আর ১২৩.০৮ স্ট্রাইকরেটে ২ হাজার ৫৭৫ রান করেছেন উইলিয়ামসন। এই ফরম্যাটে তার ফিফটি ১৮টি।

মন্তব্য করুন: