৫ দিনে সুপার এইটের ৩ ম্যাচ নিয়ে যা বললেন রোহিত
১৮ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু দলের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। যেমন সুপার এইটে বাংলাদেশ সময় ২০ জুন ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নাজমুলরা। আবার ২১ জুন রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ ভারত। এদিকে ভারতকেও পাঁচ দিনের মধ্যে সুপার এইটের তিনটি ম্যাচ খেলতে হবে, যা নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।
সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় ২০ জুন রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ সময়ে এরপর ২২ জুন রাতে বাংলাদেশ আর ২৪ জুন রাতে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিসিসিআইয়ের ভিডিওবার্তায় রোহিত বলেছেন, “প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের। তবে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। এমনিতেই আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না।”
গ্রুপ পর্বে অপরাজিত ভারতীয় দল সুপার এইটে দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। রোহিত বলেছেন, “দলের সবার মাঝে বিশেষ কিছু একটা করার আগ্রহ আছে। এটা স্পষ্ট যে, সবাই একটা পার্থক্য তৈরি করতে চায়। আমরা সেই লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। অনুশীলন সেশনে নিজেদের দক্ষতার জায়গাগুলো আরও শক্তিশালী করার চেষ্টা করছি। সবাই জানে তাদের কী করতে হবে। সবাই এখন মাঠে নামতে উন্মুখ হয়ে আছে।”
মন্তব্য করুন: