৪১ বছরে ধোনির আরেক ‘ডাবল সেঞ্চুরি’
১২ এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বছর তিনেক আগে। জাতীয় দলের অধিনায়কত্ব আরও আগে। এখন খেললেন কেবল আইপিএল। বয়স পেরিয়েছে ৪১। ক্যারিয়ারের এই ফুরিয়ে যাবার সময়েও বিশ্ব ক্রিকেটের অনন্য এক নাম মহেন্দ্র সিং ধোনি।
দেখুন না, এই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ক্যাপ্টেন্সির ‘ডাবল সেঞ্চুরি’ করতে যাচ্ছেন তিনি!
১২ এপ্রিল রাজস্থান রয়্যালস বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। টস করতে নামবেন যথারীতি ধোনি। চেন্নাইয়ের হয়ে ২০০তম ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন তিনি। আইপিএলে নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যাপ্টেন্সির ডাবল সেঞ্চুরির রেকর্ডে ‘ক্যাপ্টেন কুল’ই প্রথম।
ব্যাটসম্যান হিসেবেও ধোনি অনবদ্য। তবে ক্যাপ্টেন পরিচয়টা যেন ছাপিয়ে গেছে সবকিছু। হবে না কেন? ভারতের ক্যাপ্টেন হিসেবে হেন সাফল্য নেই, যা তিনি পাননি।
২০০৪ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু ধোনির। কিন্তু অধিনায়ক হিসেবে শুরু ২০০৭ সালে। সেই বছরেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতকে এনে দেন শিরোপা। এরপর থেকে আর থামেনি ধোনির হাত ধরে ভারতীয় ক্রিকেটের সাফল্যের চাকা।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ হয় ভারতে। ধোনির নেতৃত্বে ২৮ বছর পর আবারও ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বছর দুই বাদেই ব্রিটিশদের মাটিতে জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি। একমাত্র ক্যাপ্টেন হিসেবে এমন তিন শিরোপা জয়ী খেলোয়াড় ধোনি।
কী নেই এই ৪১ বছর বয়সী ক্রিকেটারের রেকর্ড খাতায়! আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শেষ অধিনায়কত্ব করেছেন ২০১৬ সালে। কিন্তু অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখনও তাঁর। ৭২ ম্যাচে ৪১ জয়।
ওয়ানডেতে ভারতের জার্সিতে টস করতে নেমেছেন ঠিক ২০০ ম্যাচে। এখানেও ১১০ জয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড।
এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ ম্যাচ অধিনায়কত্ব করতে যাচ্ছেন ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেরও সফলতম অধিনায়ক তিনি। দুই বছর নিষেধাজ্ঞার সময়টা বাদে ১৩টি আসরে খেলেছে চেন্নাই। প্রতিটিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। এখন পর্যন্ত ১৯৯ ম্যাচের নেতৃত্বে ১২০ বার পেয়েছেন জয়ের দেখা।
ধোনির ক্যাপ্টেন্সিতে ১১ বার চেন্নাই খেলেছে প্লে-অফ। ৯ বার ফাইনালে। এগুলো সবই রেকর্ড। আর শিরোপা জিতেছে চার বার। মুম্বাই ইন্ডিয়ানসের পাঁচের পর রয়েছে চেন্নাইয়ের এ রেকর্ড।
আইপিএলে সর্বমোট ২১৩ ম্যাচে অধিনায়ক ছিলেন ধোনি। ১২৫ জয়ে এখানেও তিনি শীর্ষে।
দলীয় সাফল্যের ভিড়ে ব্যক্তিগত দিক দিয়েও পিছিয়ে নেই ধোনি। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে করেছেন পাঁচ হাজারের বেশি রান।
চেন্নাইয়ের হয়ে এটিই কি ধোনির শেষ মৌসুম? হয়তো-বা। অধিনায়ক হিসেবে যেসব রেকর্ড তিনি রেখে যাচ্ছেন, এর সবগুলো কি ভাঙবে কখনো? হয়তো না।
‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির কীর্তির আকাশ এতটাই বিশাল!
মন্তব্য করুন: