হোটেলের সামনে সমর্থককে মারতে তেড়ে গেলেন রউফ

হোটেলের সামনে সমর্থককে মারতে তেড়ে গেলেন রউফ

টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া পাকিস্তান দল এমনিতেই সমালোচনায় জর্জরিত। এর মাঝে পেসার হারিস রউফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, রউফ এক সমর্থককে মারার জন্য তেড়ে যাচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার টিম হোটেলের সামনে স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন পাকিস্তানের গতি তারকা। ওই সময় এক সমর্থক রউফের সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। কিন্তু রউফ সেই অনুরোধ ফিরিয়ে দেন। এরপর সেই সমর্থক কিছু একটা বলেন, যা ভিডিওতে স্পষ্ট শোনা যায়নি। তবে রউফ হঠাৎ তেড়ে আসতে থাকেন সেই সমর্থকের দিকে। এসময় তার স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পরিস্থিতি সামলাতে উপস্থিত কয়েকজন ছুটে আসেন রউফের কাছে। রউফ ততক্ষণে সেই সমর্থকের অনেকটা কাছে পৌঁছে গেছেন। তারা সবাই মিলে কোনোরকমে রউফকে নিবৃত্ত করেন। সেই সমর্থক বলছিলেন, “একটা ছবিই তো তুলতে চেয়েছি!” এসময় রউফকে বলতে শোনা যায়, “এ নিশ্চয়ই ভারতীয়!” ওই সমর্থক তখন বলেন, “না, আমি পাকিস্তানি।”

এরপরও রউফের রাগ কমছিল না। তিনি কিছু বলছিলেন যা ভিডিওতে অস্পষ্ট। উপস্থিত লোকজন তাকে হোটেলের দিকে নিয়ে যেতে থাকেন। হোটেলে ফেরার সময়ও বারবার পিছু ফিরে সেই সমর্থকের উদ্দেশ্যে চিৎকার করছিলেন রউফ। এ বিষয়ে এখন পর্যন্ত রফউ কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

মন্তব্য করুন: