রিশাদের প্রতিভায় মুগ্ধ কার্তিক

রিশাদের প্রতিভায় মুগ্ধ কার্তিক

বাংলাদেশের ক্রিকেটে বহু বছর ধরে একজন কার্যকর লেগ স্পিনারের অভাব ছিল। বেশ কয়েকজনকে চেষ্টা করা হলেও তারা টিকতে পারেননি। অবশেষে এলেন রিশাদ হোসেন। এই প্রথমবার কোনো লেগ স্পিনার নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইটে তোলার পেছনে অন্যতম বড় ভূমিকা এই রিশাদের। তার বোলিংয়ে মুগ্ধ ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিকও।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন রিশাদ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যখনই তাকে বোলিং করতে বলা হয়েছে, তখনই অবদান রেখেছেন। প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন। প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। তানজিম সাকিব সর্বোচ্চ উইকেট নিলেও রিশাদকে ‘ডি গ্রুপের সেরা বোলার বলেছেন দিনেশ কার্তিক।

‘ক্রিকবাজ’-এর ‘গ্রুপ স্টেজ রিভিউ’ অনুষ্ঠানে ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার কার্তিক বলেন, “আমার পছন্দ একটু ভিন্ন ধরনের, এটা হলো রিশাদ। সে যেভাবে বোলিং করেছে, তাতে আমি মুগ্ধ। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দারুন টার্ন পেয়েছে। খুব বেশি উইকেট পায়নি। তবে সে দুর্দান্ত প্রতিভা। বাংলাদেশ দলে সাধারণত রিস্ট স্পিনার দেখা যায় না। আমার মনে হয় রিশাদের মধ্যে তারা দারুণ কিছু খুঁজে পেয়েছে।”

বাংলাদেশের সুপার এইটে ওঠার পেছনে শ্রীলঙ্কা ম্যাচটিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন কার্তিক, “বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচে ইদানিং যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, সেটা ইংল্যান্ড–অস্ট্রেলিয়া বা ভারত–পাকিস্তান ম্যাচের মতোই। তারা নিজেরাই এই আবহ তৈরি করেছে। নিউইয়র্কের লো স্কোরিং ম্যাচটি শেষ পর্যন্ত (১৯ ওভার) গেছে। শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ নিশ্চিত হয়, তাদের সামনে সুপার এইটে যাওয়ার বড় সুযোগ আছে।”

মন্তব্য করুন: