বাংলাদেশকে শেষ চারে দেখছেন না ভন
১৮ জুন ২০২৪
কোনো ফরম্যাটের বিশ্বকাপেই বাংলাদেশ এখনো সেমি-ফাইনালে উঠতে পারেনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টুয়েন্টিতে টাইগাররা বেশ দুর্বল হলেও সেরা বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথমবার বিশ্বকাপে তিন ম্যাচ জিতে উঠেছে সুপার এইটে। এখন প্রশ্ন, কতদূর যাবে নাজমুল হোসেন শান্তর দল? ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন কিন্তু বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখছেন না।
গ্রুপ পর্বে বাংলাদেশ হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। সুপার এইটে ১ নম্বর গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান।
সুপার এইটের কঠিন লড়াইয়ে শিরোপা-প্রত্যাশী প্রতিপক্ষদের বিপক্ষে বাংলাদেশে আশা জাগাচ্ছে স্পিন সহায়ক ধীরগতির উইকেট। মিরপুরে এমন উইকেটে সারা বছর খেলে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই এমন ধীরগতির উইকেটে অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ভন।
‘ক্রিকবাজ’-এর ‘গ্রুপ স্টেজ রিভিউ’ অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, “স্পিনিং উইকেটে বাংলাদেশ ভয়ংকর, যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারে। সাকিব ফর্মে ফিরেছে, কিছু রান করেছে, উইকেট পেয়েছে। ফিজ (মুস্তাফিজ) ও তানজিম মনে হয় গত রাতে ৮ ওভারে ১৪ রান দিয়ে ৭ উইকেট পেয়েছে। পেসাররাও ভালোই করছে। কিন্তু বাংলাদেশ কি সেমি-ফাইনালে যেতে পারবে? আমার মনে হয় না।”
মন্তব্য করুন: