সমর্থককে মারতে যাওয়ার কারণ জানালেন রউফ
১৮ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সমর্থককে মারতে তেড়ে গিয়েছিলেন পাকিস্তানের গতি তারকা হারিস রউফ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বাজে পারফর্ম্যন্সের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর এমন ঘটনা সমর্থকদের ক্ষেপিয়ে তোলে। তাই হারিস রউফ বাধ্য হলেন মুখ খুলতে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে হারিস রউফ লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি। কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ব্যখ্যা করার প্রয়োজন অনুভব করছি। পাবলিক ফিগার হিসেবে মানুষের সব ধরনের মতামতই আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করি। লোকে আমাদের সমর্থন এবং সমালোচনা করার অধিকার রাখে। কিন্তু যখন আমার বাবা-মা কিংবা পরিবারের কথা আসে, তখন সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে আমি দ্বিধা করব না। যে কোনো পেশায় কর্মরত একজন ব্যক্তি এবং তার পরিবারের প্রতি সবার সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: হোটেলের সামনে সমর্থককে মারতে তেড়ে গেলেন রউফ
৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ফ্লোরিডার টিম হোটেলের সামনে স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন পাকিস্তানের গতি তারকা। ওই সময় এক সমর্থক রউফের সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। কিন্তু রউফ সেই অনুরোধ ফিরিয়ে দেন। এরপর সেই সমর্থক কিছু একটা বলেন, যা ভিডিওতে স্পষ্ট শোনা যায়নি। তবে রউফ হঠাৎ তেড়ে আসতে থাকেন সেই সমর্থকের দিকে। এসময় তার স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
— Haris Rauf (@HarisRauf14) June 18, 2024
পরিস্থিতি সামলাতে উপস্থিত কয়েকজন ছুটে আসেন রউফের কাছে। রউফ ততক্ষণে সেই সমর্থকের অনেকটা কাছে পৌঁছে গেছেন। তারা সবাই মিলে কোনোরকমে রউফকে নিবৃত্ত করেন। সেই সমর্থক বলছিলেন, “একটা ছবিই তো তুলতে চেয়েছি!” এসময় রউফকে বলতে শোনা যায়, “এ নিশ্চয়ই ভারতীয়!” ওই সমর্থক তখন বলেন, “না, আমি পাকিস্তানি।”
এরপরও রউফের রাগ কমছিল না। তিনি কিছু বলছিলেন যা ভিডিওতে অস্পষ্ট। উপস্থিত লোকজন তাকে হোটেলের দিকে নিয়ে যেতে থাকেন। হোটেলে ফেরার সময়ও বারবার পিছু ফিরে সেই সমর্থকের উদ্দেশ্যে চিৎকার করছিলেন রউফ।
মন্তব্য করুন: